Durga Puja 2019: সন্তোষ মিত্র স্কোয়ারে জাল অতিথি কার্ড! পার্থক্য বোঝাতে ওয়ার্কশপ করাচ্ছেন পুজো উদ্যোক্তারা
এ বছর দুর্গা পুজোয় (Durga Puja) ভিআইপি কার্ড (VIP Pass) বাতিল করার নির্দেশ দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তার বদলে অতিথি কার্ডের (Guest Card) পরামর্শ দেন কলকাতার (Kolkata) বড় বড় পুজোর উদ্যোক্তারা (Puja Organizer)। সেইমত এবার পুজোয় কলকাতা জুড়ে তাড়াতাড়ি ঠাকুর দেখার উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে অতিথি কার্ড। কিন্তু এই অতিথি কার্ডও জাল হওয়ার (Fake Guest Card) খবর মিলল! পুজোর থিম হিসেবে সোনার দুর্গা প্রতিমা (Golden Durga) উঠে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) মণ্ডপে। স্বর্ণালী এই জৌলুসেই এবার ছন্দ পতন। লেবুতলা পার্কের (Lebutala Park) এই মণ্ডপের অতিথি কার্ডকে রীতিমত দু-তিন রকম নকল করা হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পার্থক্য বোঝাতে ওয়ার্কশপ (Workshop) করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের।
কলকাতা, ৫ অক্টোবর: এ বছর দুর্গা পুজোয় (Durga Puja) ভিআইপি কার্ড (VIP Pass) বাতিল করার নির্দেশ দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তার বদলে অতিথি কার্ডের (Guest Card) পরামর্শ দেন কলকাতার (Kolkata) বড় বড় পুজোর উদ্যোক্তারা (Puja Organizer)। সেইমত এবার পুজোয় কলকাতা জুড়ে তাড়াতাড়ি ঠাকুর দেখার উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে অতিথি কার্ড। কিন্তু এই অতিথি কার্ডও জাল হওয়ার (Fake Guest Card) খবর মিলল! পুজোর থিম হিসেবে সোনার দুর্গা প্রতিমা (Golden Durga) উঠে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) মণ্ডপে। স্বর্ণালী এই জৌলুসেই এবার ছন্দ পতন। লেবুতলা পার্কের (Lebutala Park) এই মণ্ডপের অতিথি কার্ডকে রীতিমত দু-তিন রকম নকল করা হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পার্থক্য বোঝাতে ওয়ার্কশপ (Workshop) করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। একই অভিযোগ আসছে আরও বেশ কয়েকটি পুজো কমিটি থেকেও।
মুখ্যমন্ত্রীর আবেদনে ভিআইপির তকমা ছেড়েছে কার্ড। কোথাও অতিথি কার্ড। কোথাও কার্ড এন্ট্রি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অতিথি কার্ডে স্পেশাল লাইনে সোনার দুর্গা দেখার সুযোগ দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। এক কার্ডে তিনজনের ঢোকার অনুমতি মিলছে। সেই কার্ডেই এবার ধরা পড়ল জালিয়াতির নজির। হুবহু একই রকম দেখতে কার্ড মিলল মণ্ডপে। সভাপতি প্রদীপ ঘোষের (Pradip Ghosh) সই-ও এক! চার হাজার একশো ভরি সোনা, ততোধিক রূপোর গয়নায় মোড়া দুর্গা দেখতে এবার চতুর্থী থেকেই লম্বা লাইন। অতীতের সব রেকর্ড ভাঙছে এবারের ভিড়, এমন টাই দাবি উদ্যোক্তাদের। এরই মধ্যে পুলিশ- স্বেচ্ছাসেবকদের কড়া নজরদারির মধ্যেই সামনে এল অতিথি কার্ডে জালিয়াতি। আরও পড়ুন- Durga Puja 2019: মুম্বইয়ে বসে সপ্তমীর রাতে কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতে চান? ঢুঁ মারতে পারেন এই ১০ রেস্তোরাঁয়...
উদ্যোক্তাদের দাবি, দুটি কার্ডের সাইজ এক হলেও, রঙে ও লেখার ফন্টেই ধরা পড়ছে তফাত। বিষয়টি অবশ্য মজা হিসেবেই দেখছেন তাঁরা। আসল-নকলের ফারাক বোঝাতে এখন রীতি মত ওয়ার্কশপ করছেন উদ্যোক্তারা।
(নিউজ 18 বাংলার খবর অনুযায়ী)