Durga Puja 2019: এক ক্লিকেই জেনে নিন এ বছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট

যাবতীয় তথ্য নিয়ে হাজির আমরা।

ফাইল ছবি (Photo Credits: Panchanon Podder Suvo)

বাঙালি (Bangali) মানেই দুর্গা পুজো (Durga Pujo)। প্রত্যেক বছর এলেও এই উৎসবকে (Occassion)  নিয়ে বাঙালির মনে উন্মাদনা কমে না। মা  (Maa) আসছেন। বাকি আর মাত্র ১৪টা দিন (14 Days)। বাঙালির মনে বেজে উঠেছে আলোর বেণু। সাজো সাজো রব সারা বাংলা (West Bengal) জুড়ে। মণ্ডপ (Pandal) সজ্জার কাজ প্রায় শেষ হয়ে এসেছে পুজো মণ্ডপগুলিতে। কিন্তু জানেন কি এ বছর কবে মহালয়া (Mahalaya) ? কবে বোধন (Bodhan) ? কখনই বা সন্ধি পুজো (Sandhi Pujo) ? যদি না জেনে থাকেন তাহলেও বিন্দুমাত্র চিন্তিত হওয়ার দরকার নেই। আপনার কপালের ভাঁজের দৈর্ঘ্য কমিয়ে এনে ঠোঁটের কোণে হাসির দৈর্ঘ্য চওড়া করতে হাজির আমরা। ২০১৯ সালের (2019) দুর্গা পুজোর দিনক্ষণ থেকে নির্ঘণ্ট (Puja Calender) .... যাবতীয় তথ্য নিয়ে হাজির আমরা (Latestly Bangla)।

রইল পুজোর দিন, ক্ষণ, তিথি সংক্রান্ত যাবতীয় তথ্য...

পুজো বাংলা তারিখ ইংরেজি তারিখ সময়
মহাপঞ্চমী ১৫ আশ্বিন ৩ অক্টোবর দুপুর ৩.১২ পর্যন্ত
মহাষষ্ঠী ১৬ আশ্বিন ৪ অক্টোবর দুপুর ২. ২৫ পর্যন্ত
মহাসপ্তমী ১৭ আশ্বিন ৫ অক্টোবর দুপুর ২.০৭ পর্যন্ত
মহাষ্টমী ১৮ আশ্বিন ৬ অক্টোবর দুপুর ২.২১ পর্যন্ত
মহানবমী ১৯ আশ্বিন ৭ অক্টোবর দুপুর ৩. ০৫ পর্যন্ত
বিজয়া দশমী ২০ আশ্বিন ৮ অক্টোবর দুপুর ৪.১৯ পর্যন্ত

আরও পড়ুন-Durga Puja 2019: হেয়ার স্টাইল বদলাবেন মা দুর্গা, পরামর্শ নিতে বিউটিপার্লারে ছুটতে হল মৃৎশিল্পীদের

ক্লিক করুন নিচের লিঙ্কটিতে। আর এক ক্লিকেই জেনে নিন এ বছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট

দুর্গা পুজোর নির্ঘণ্ট

বিজয়া দশমীর (Vijaya Dashami) মন কেমন। সূর্যাস্তে সিঁদুর খেলা। আনন্দে গা ভাসিয়ে চোখের জলে উমা মাকে বিদায় জানাবেন বঙ্গ সন্তানেরা। মনের ভিতর ঘরে বাজবে বিসর্জনের বাদ্যি। সুর উঠবে 'আবার এসো মাগো (Abar Eso Maa Go)।' তারপর ফের আরও একটা বছরের দিন গোনা।  বাড়ি ফিরেই বাঙালি চোখ বোলাবে পরের বছরের  ক্যালেন্ডারে।