Dhanteras Wishes 2023 In Bengali: ধনতেরাসের শুভ মুহূর্তে প্রিয়জনদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার ধনতেরাসের বাংলা শুভেচ্ছা পত্র
'ধন' মানে সম্পদ এবং 'তেরাস' মানে ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের তেরোতম দিনেই পালন করা হয় ধনতেরাস
আগামীকাল ১০ নভেম্বর ধনতেরাস উৎসব (Dhanteras Festival)। পাঁচদিন ব্যাপী ধনতেরাস উৎসবের প্রথমদিনটিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। 'ধন' মানে সম্পদ এবং 'তেরাস' মানে ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের তেরোতম দিনেই পালন করা হয় ধনতেরাস। দুধ সাগরে মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। ধনত্রয়োদশীর এই দিন মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরের পূজাও করা হয়। এই দিন লক্ষ্মীর আরাধনায় ছোট ছোট প্রদীপের ব্যবহার করা হয়। প্রসাদ হিসেবে নৈবেদ্য নিবেদন করা হয়। সূর্যাস্তের পর দেবী লক্ষ্মীকে গেঁদা ফুলের মালা, মিষ্টি, ঘি, প্রদীপ, ধুপ- ধুনা, ধূপকাঠি ও কর্পূর দিয়ে আরাধনা করা হয়। লক্ষ্মী মন্ত্র, ভক্তিগীতি ও লক্ষ্মী- গণেশের আরতি করা হয়।
ধনতেরাসের শুভ মুহূর্তের দিনটি আত্মীয়, বন্ধুবান্ধব ও পরিবারপরিজনের সঙ্গে মজা করে কাটান। তাই এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wishes Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messeges)। আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন সেইসব বাংলা WhatsApp Stickers, HD Images, Messages, SMS, Status, Facebook Quotesগুলি।