Dhanteras 2024: ধনতেরাসের মধ্যেই অশুভ যোগ, রাহুকালে ভুলেও ঘরে তুলবেন না সোনা-রুপো

এই সময়ে কোন কিছু কেনাকাটা করে ঘরে তোলা অশুভ বলে মনে করা হয়। তাই ধনতেরাসে রাহুকালকে এড়িয়ে সোনা, রূপো বা অন্যান্য ধাতু কিনে ঘরে আনার পরামর্শই দিয়ে থাকেন জ্যোতিষীরা।

Rahu Kaal (Photo Credits: X)

মঙ্গলবার, ২৯ অক্টোবর ধনতেরাস (Dhanteras 2024) বা ধনত্রয়োদশী পড়েছে। ধনতেরাসের দিন স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী, ধন কুবের এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। ধনলক্ষ্মীর কৃপা পেতে, সম্পত্তির বৃদ্ধি ঘটাতে এদিন সোনা, রুপো, বাসন, ঝাঁটা অনেকেই অনেক কিছু কিনে থাকেন। হিন্দু শাস্ত্রমতে মনে করা হয়, ধনতেরাস বা ধনত্রয়োদশীতে সোনা কিংবা অন্য কোন ধাতু ক্রয় করে ঘরে আনলে মা লক্ষ্মী সদয় হন। পরিবারে জন্যে তা সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে চলতি বছরে ধনতেরাসের মধ্যে রাহুকাল (Rahu Kaal) পড়েছে। এই সময়ে কোন কিছু কেনাকাটা করে ঘরে তোলা অশুভ বলে মনে করা হয়। তাই ধনতেরাসে (Dhanteras 2024) রাহুকালকে এড়িয়ে সোনা, রূপো বা অন্যান্য ধাতু কিনে ঘরে আনার পরামর্শই দিয়ে থাকেন জ্যোতিষীরা।

রাহুকাল কীঃ

বৈদিক জ্যোতিষশাস্ত্রে মতে রাহু একটি অশুভ গ্রহ। নতুন কিছু শুরু করা, নতুন কিছু কেনা, পূজার্চনা, হোম, যজ্ঞ- এককথায় যেকোনো শুভকাজের জন্যে রাহুকালকে সব সময়ে এড়িয়ে চলা উচিৎ। জ্যোতিষীরা রাহুকালে কোন শুভ কাজ করতে বারণ করেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে পড়ে রাহুকাল (Rahu Kaal)।

ধনতেরাসে রাহুকালঃ

দীপাবলির আগে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রিয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। চলতি বছর ধনতেরাসে রাহুকাল পড়েছে মঙ্গলবার দুপুর ২টে ১০ থেকে ৩টে ৩৬ পর্যন্ত । ১ ঘণ্টা ২৫ মিনিট চলেছে রাহুকাল। এই সময়ে নতুন কোন কিছু কিনে ঘরে আনা অত্যন্ত অশুভ মনে করা হয়।

ধনতেরাসের শুভ সময়ঃ

মঙ্গলবার সকাল ১০টা ৩১ মিনিট থেকে ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। যা থাকবে বুধবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করা অত্যন্ত শুভ।