Dev Uthani Ekadashi 2023: আজ নিদ্রা থেকে জাগ্রত হবেন পালনকর্তা বিষ্ণু, দেব উত্থানি একাদশীর পুণ্যলগ্নে সকলকে শেয়ার করুন সচিত্র বার্তা
গত ২৯ জুন পালিত হয়েছিল দেব শয়নী একাদশী। সেদিন থেকেই শুরু হয়েছিল চতুর্মাস। হিন্দু শাস্ত্র অনুসারে দেব শয়নী একাদশী থেকেই চার মাসের জন্য নিদ্রাবিভূত হন নারায়ণ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী।
আজ দেব উত্থানি একাদশী। গত ২৯ জুন পালিত হয়েছিল দেব শয়নী একাদশী। সেদিন থেকেই শুরু হয়েছিল চতুর্মাস। হিন্দু শাস্ত্র অনুসারে দেব শয়নী একাদশী থেকেই চার মাসের জন্য নিদ্রাবিভূত হন নারায়ণ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিনে বিষ্ণু চার মাসের জন্য ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান। এই চার মাসকে একত্রে চর্তুমাস বলা হয়। চর্তুমাসে কোনও রকম শুভ কাজ করতে নেই। কার্তিক মাসে শুক্লা একাদশী তিথিতে জাগরিত হন বিষ্ণু। সেই দিনটিকে স্মরণে রাখতে পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা পত্র।