Karwa Chauth 2021: সমকামী দম্পতির করওয়া চৌথ, আবেগে ভাসলেন নেট জনতার একাংশ, দেখুন
জনপ্রিয় একটি সংস্থার হয়েই করওয়া চৌথের আগে ওই বিজ্ঞাপন সামনে আসে। যা দেখে নেট জনতার একাংশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সমকামী দম্পতির করওয়া চৌথের ওই বিজ্ঞাপন দেখে নেটিজেনদের অন্য অংশের মধ্যে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।
করওয়া চৌথ (Karwa Chauth) উপলক্ষ্যে প্রকাশ্যে এল নতুন বিজ্ঞাপন। যেখানে সমকামী (Same Sex Couple) এক দম্পতিকে তুলে ধরা হয়েছে। প্রথম করওয়া চৌথে তাঁরা কী করছেন, সে বিষয়ে নতুন আঙ্গিকে ভাবধারা এবং চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে ওই বিজ্ঞাপনে।
জনপ্রিয় একটি সংস্থার হয়েই করওয়া চৌথের আগে ওই বিজ্ঞাপন সামনে আসে। যা দেখে নেট জনতার একাংশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সমকামী দম্পতির করওয়া চৌথের ওই বিজ্ঞাপন দেখে নেটিজেনদের অন্য অংশের মধ্যে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।তবে ওই সংস্থার নতুন চিন্তাধারার বিজ্ঞাপন নিয়ে সমালোচনা যা-ই হোক না কেন, ট্যুইটারে সেটি ট্রেন্ড করতে শুরু করে।
দেখুন বিজ্ঞাপন...
নেটিজেনদের অনেকে প্রশংসা করেন...
একের পর এক প্রশংসা উঠে আসে...
প্রশংসায় ভেসে যায় সংশ্লিষ্ট সংস্থা...
সমাজ বদলের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারাও যে পালটে যাচ্ছে, ওই সংস্থার বিজ্ঞাপন থেকেই তা বেশ স্পষ্ট।