Chand Raat Mubarak 2023: চাঁদ রাত মুবারক, পৃথিবীতে নেমে আসুক শান্তি ও সম্প্রীতি
রমজানের শেষ রাতকে চাঁদ রাত হিসেবে সম্মোধন করা হয়। শনিবার পালিত হবে ঈদ-উল-ফিতর। ঈদের আগের রাতকে তাই আজ চাঁদ রাত হিসেবে পালন করবেন মুসলিম ধর্মের মানুষরা।
ঈদের আগের দিন পালন করা হয় 'চাঁদ রাত' (Chand Raat)। মুসলিম সম্প্রদায়ের প্রত্যেক মানুষের জীবনে চাঁদ রাত এক অন্য মাত্রা যোগ করে। সারা বছর ধরে এই চাঁদ রাতের জন্য অপেক্ষা করে থাকেন মুসলিমরা। আকাশে চাঁদ দেখার পর তবেই ঈদের দিনক্ষণ স্থির করেন তাঁরা।
গতকাল চাঁদের দেখা মিলেছে সৌদি আরবে। ফলে আজ শুক্রবার মধ্যপ্রাচ্য জুড়ে পালন করা হবে খুশির ইদ। সৌদি আরবে চাঁদের দেখা মেলার দ্বিতীয় দিন ঈদ (Eid al-Fitr Mubarak) পালিত হয় ভারতে। সেই অনুযায়ী আজ ভারতের আকাশে দেখা মিলবে বহু প্রতীক্ষিত চাঁদের। ফলে শনিবার ভারতে পালন করা হবে ইদ-উল-ফিতর।
খুশির ইদে নতুন নতুন জামা কাপড় কেনা, খাবার তৈরির পাশাপাশি ফেসবুক এবং হোয়াটস অ্যাপে শুভেচ্ছা পাঠাতে পারেন প্রিয়জনদের। ফেসবুক এবং হোয়াটস অ্যাপে একে অপরকে শুভেচ্ছা জানাতে পারেন এই চাঁদ রাতের শুভেচ্ছা (Chand Raat Mubarak) বার্তা-