Buddha Purnima 2024: আজ বুদ্ধপূর্ণিমা, আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন মন ভালো করা শুভেচ্ছা বার্তা

‘আত্মানং বিদ্ধি’ অর্থাৎ নিজেকে জানতেই বুদ্ধ একদিন ঘরসংসার ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।

Buddha Purnima (File Image)

Buddha Purnima: আজ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটা বিশেষ দিন। বুদ্ধপূর্ণিমার (Buddha Purnima) দিনে  বুদ্ধের উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্ম অনুসারে, বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ (Gautam Buddha)। আজকের দিনে চন্দ্রদেবের পুজোরও রেওয়াজ রয়েছে।

কপিলাবস্তুর রাজপরিবারে গৌতম বুদ্ধের জন্ম হয়। ছোট থেকেই বুদ্ধ অন্যরকম ছিলেন। মাঝেমধ্যেই আনমনে ধ্যানমগ্ন হয়ে যেতেন তিনি। ‘আত্মানং বিদ্ধি’ অর্থাৎ নিজেকে জানতেই বুদ্ধ একদিন ঘরসংসার ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। আজ এই বিশেষ দিনে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।

Buddha Purnima (File Image)

 

Buddha Purnima (File Image)

 

Buddha Purnima (File Image)

 

Buddha Purnima (File Image)


@endif