Bra With Plant-Based Pads: 'ফর এভার ব্রা' লঞ্চ করছে ভিক্টোরিয়া, জানুন ধামাকাদার বিশেষত্ব

এ বিষয়ে ভিক্টোরিয়া দুটি অংশিদারি কোম্পানির সঙ্গে কাজ করছে। যে কোম্পানি দুটি ব্রা সংগ্রহ, বাছাই এবং বিচ্ছিন্ন করতে সাহায্য করবে। যাঁরা পুনর্বব্যবহারের জন্য ব্রাগুলি জমা করবেন, সেখান থেকে বেছে যেগুলি ভাল অবস্থায় মিলবে, তা পুনর্ব্যবহার না করে দান করা হতে পারে নির্দিষ্ট মানুষের মধ্যে।

Bras (Photo Credit: File Photo)

এবার ভিক্টোরিয়ার (Victoria) সিক্রেট প্ল্যান্ট-ভিত্তিক প্যাড সহ (Plant-Based Pads) 'ফর এভার ব্রা' লঞ্চ করতে চলছে। সংশ্লিষ্ট কোম্পানির এমন একটি ব্রা বা অন্তর্বাস সামনে আসতে চলছে, যা পুনর্ব্যবহৃত করা যাবে। অন্তর্বাসের টেক্সটাইল বর্জ সমস্যা সমাধানে এই পদক্ষেপ করা হচ্ছে বলে খবর। 'ফর এভার' ব্রা নামের এই অন্তর্বাসে একটি উদ্ভিজ ফ্যাব্রিক দিয়ে প্যাড তৈরি। যা পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত পলিয়েস্টারের মতো সিনথেটিক্সের চেয়ে পুনর্ব্যবহার করা সহজ। ভিক্টোরিয়ার সিক্রেট গ্রাহকরা মার্কিন মুলুকের যে কোনও স্টোরে গিয়ে নিজেদের ব্যবহৃত ব্রা ফিরিয়ে দিতে পারেন। পুনর্ব্যবহারের জন্য ব্রাগুলি স্টোরে ফেরৎ দেওয়া হলে, সেই প্যাডগুলি পুনর্ব্যবহার করার জন্য কাজে লাগানো হবে বলে খবর।

এ বিষয়ে ভিক্টোরিয়া দুটি অংশিদারি কোম্পানির সঙ্গে কাজ করছে। যে কোম্পানি দুটি  ব্রা সংগ্রহ, বাছাই এবং বিচ্ছিন্ন করতে সাহায্য করবে। যাঁরা পুনর্বব্যবহারের জন্য ব্রাগুলি জমা করবেন, সেখান থেকে বেছে যেগুলি  ভাল অবস্থায় মিলবে, তা পুনর্ব্যবহার না করে দান করা হতে পারে নির্দিষ্ট মানুষের মধ্যে। কোন ব্রাগুলি দান করা হবে, তা পুর্নবিবেচনা করা হবে বলে খবর।