IPL Auction 2025 Live

Basant Panchami, Saraswati Puja 2022: সরস্বতী পুজোয় প্রিয়জনদের প্রাণভরে ভালবাসা জানান

বাঙালির ঘরে ঘরে সরস্বতী পুজোর পাশাপাশি স্কুল, কলেজেও করা হয় আয়োজন। প্রত্যেক শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো যেমন আচার মেনে করা হয়, তেমনি খিঁচুড়ি, তরকারি, চাটনিতে করা হয় পেজ পুজোর আয়োজন।

Saraswati Puja (Photo Credit: Latestly)

রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja)। প্রত্যেকবারের মতো এবারও বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বাঙালি মেতে উঠতে শুরু করেছে। করোনাকালে পুজোর ঘটায় কিছুটা ভাটা পড়লেও, মানুষের আয়োজনের অন্ত নেই। তাইতো, শীতের শিরশিরানি গায়ে মেখে, মানুষ সরস্বতী পুজোর আয়োজন সারতে চলেছেন প্রাণভরে। বাঙালিদের পাশাপাশি জৈনরাও বসন্ত পঞ্চমী ( Basant Panchami) উদযাপন করেন। তাইতো বাংলার পাশাপাশি গোটা দেশেই বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে।

আরও পড়ুন:  Basant Panchami 2022: বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো, জানেন এই তথ্যগুলি

বাঙালির ঘরে ঘরে সরস্বতী পুজোর পাশাপাশি স্কুল, কলেজেও করা হয় আয়োজন। প্রত্যেক শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো যেমন আচার মেনে করা হয়, তেমনি খিঁচুড়ি, তরকারি, চাটনিতে করা হয় পেজ পুজোর আয়োজন। সরস্বতী পুজোয় তাই এবার প্রিয়জনদের প্রাণভরে শুভেচ্ছা জানান...

সরস্বতী পুজোর শুভেচ্ছা...

সরস্বতীর প্রতি প্রার্থনা...

সরস্বতী মন্ত্র...

সরস্বতী যেন সবার জীবন সুস্থিতি বয়ে নিয়ে আসেন...

জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করুন সরস্বতী..

বসন্ত পঞ্চমীতে ভাল থাকুন সবাই...