Baglamukhi Jayanti 2024: আজ বগলা জয়ন্তী, দশমহাবিদ্যার অন্যতম দেবী বগলাকে রইল লেটেস্টলির প্রণাম
বগলামুখীকে" "পীতাম্বরা দেবী" বা "ব্রহ্মাস্ত্র-রূপিণী"ও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন, তিনি বাক্যকে নিঃস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন।
আজ বগলামুখী জয়ন্তী। পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী বগলামুখী জয়ন্তী পালিত হয়।পঞ্চাঙ্গ অনুসারে, এ দিনে বগলামুখীর পুজোর সর্বোত্তম সময় শুরু হয়েছে ১৪ মে দুপুর ১টা ৫মিনিট চলবে আজ (১৫ মে) সকাল ৫টা ৪৯ মিনিট পর্যন্ত। এছাড়াও ব্রাহ্ম মুহুর্ত শুরু হবে ভোর ৪টে ১৩ মিনিট থেকে সকাল ৫টা ১ মিনিট পর্যন্ত, এই সময়তেও বগলামুখীর বিশেষ পূজা করতে পারেন।
দেবী বগলামুখী দশমহাবিদ্যা দেবীর মধ্যে অষ্টম । বগালা ও মুখীর সংমিশ্রণে তার নাম । Bagala, যা মূল সংস্কৃত মূল Valga এর বিকৃত রূপ যার অর্থ লাগাম। তাই বগলামুখী বলতে বোঝায় সেই দেবীকে যিনি তার শত্রুদের উপর আধিপত্য বিস্তার করার ক্ষমতা রাখেন।বগলামুখীর দ্বিভূজা মূর্তি পূজার প্রচলনই বেশি। এই মূর্তিটিকে সৌম্য মূর্তি ধরা হয়। এই মূর্তিতে তাঁর ডান হাতে থাকে গদা। এই গদা দিয়ে তিনি শত্রুকে প্রহার করেন। অন্যদিকে বাঁহাতে শত্রুর জিভটি টেনে ধরে থাকেন। এই মূর্তিটিকে অনেক সময় "স্তম্ভন" (শত্রুকে নিস্তব্ধ করে দিয়ে তাকে শক্তিহীন করা) প্রদর্শন হিসেবে ধরা হয়। বগলামুখীকে" "পীতাম্বরা দেবী" বা "ব্রহ্মাস্ত্র-রূপিণী"ও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন, তিনি বাক্যকে নিঃস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন।
আজকের এই পুণ্য তিথিতে দেবীর মাহাত্ম্য ও তাঁর মন্ত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রইল লেটেস্টলি বাংলার তরফে-