Baglamukhi Jayanti 2024: রাত পেরোলেই বগলামুখী জয়ন্তী, দশমহাবিদ্যার অন্যতম দেবী বগলার অজানা তথ্য শেয়ার করুন
পৌরাণিক কাহিনি অনুসারে, সত্যযুগে একটা সময় ব্রহ্মাণ্ডে ভয়ংকর এক ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে সকল সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়। সেই সময় স্বর্গের সব দেব-দেবী একজোট হোন। ঝড় থামিয়ে সকল দেবতাদের স্তবে সন্তষ্ট করতে হরিদ্রা সরোবর থেকে আবির্ভূত হোন দেবী বগলামুখী।
আগামীকাল দেশজুড়ে পালিত হবে বগলামুখী জয়ন্তী (Baglamukhi Jayanti 2024)। দেবী বগলামুখী দশ মহাবিদ্যার একজন। তন্ত্রশাস্ত্র মতে, বগলামুখী দেবী হলেন তন্ত্র মতে সবচেয়ে বড় ও অন্যতম শক্তিশালী দেবী। বগলামুখী সম্পর্কে হিন্দুদের মধ্যে বিশ্বাস রয়েছে যে তাঁর কাছে আসা ছোট বা বড় প্রত্যেকের ইচ্ছা অবশ্যই পূরণ হয়।
পৌরাণিক কাহিনি অনুসারে, সত্যযুগে একটা সময় ব্রহ্মাণ্ডে ভয়ংকর এক ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে সকল সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়। সেই সময় স্বর্গের সব দেব-দেবী একজোট হোন। ঝড় থামিয়ে সকল দেবতাদের স্তবে সন্তষ্ট করতে হরিদ্রা সরোবর থেকে আবির্ভূত হোন দেবী বগলামুখী। কাহিনি অনুসারে, দেশের মধ্যপ্রদেশে দাতিয়া এলাকায় পীতাম্বরা পীঠে হরিদ্রা সরোবরের একটি হ্রদ রয়েছে। সেই হ্রদ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দুদের মতে, দেবী বগালামুখীর পুজো করলে ভক্তরা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পান ও সব ইচ্ছা পূরণ হয়।
বগলামুখী জয়ন্তীতে সকলকে পাঠান এই পত্র-