Ajker Rashifal,14 September, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 14 September, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ জমি ক্রয় এবং বিনোদনের খাতে অনেক অর্থ ব্যয় করতে পারবেন। আজকের দিনে যে কোন কাজ অর্ধেক সময় করে ফেলবেন। অন্যদের মাঝে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন।

বৃষঃ দলের মধ্যে থাকলে, নিজের জিনিসের খেয়াল রাখুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। ঘর পরিস্কারের প্ল্যান করলেও, ফাঁকা সময় পাবেন না। জমিতে বিনিয়োগ লাভজনক হবে।

মিথুনঃ বেকার ব্যক্তিদের আজকের দিনে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। খারাপ নয়, নিজের সম্পর্কে ভালো ভাবুন। যা ভালবাসেন, তাই বেশি করে করুন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানে বুদ্ধি খরচ করুন।

কর্কটঃ নিজের কর্তৃত্ব ফলানোর আগে, অন্যদের সমস্যা বুঝুন। আজকের দিনটা ভালোই কাটবে এই রাশির ব্যক্তিদের। অনেক নতুন হবে আজকে আপনার। অর্থ পরিচালনার ক্ষেত্রে পরিবারের গুরুজনদের থেকে পরামর্শ নিন।

সিংহঃ বন্ধুদের সঙ্গে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন। অর্থ সঞ্চয়ে আজকের দিনে কিছুটা সমস্যা হতে পারে। ফাঁকা সময়ে ম্যাগাজিন পড়ে সময় কাটাতে পারেন। আজকের দিনটা ভালোই কাটবে এই রাশির ব্যক্তিদের।

কন্যাঃ নতুন উদ্যোগে লাভবান হবেন। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। হঠাৎ কোন স্থানে যাওয়ার কারণে, পূর্ব পরিকল্পনা ভেস্তে যাবে। পরিবারের সদস্যদের অসুবিধা সত্ত্বেও, মন খারাপ করবেন না।

তুলাঃ আজকের দিনের সবকিছুই আপনার ইচ্ছানুযায়ী হবে। আপনার খারাপ আচরণে বন্ধুর সমস্যা হতে পারে। কথা দিয়ে রাখতে পারে না, এমন মানুষদের কথা ভুলে যান। বেড়াতে যাওয়ার সময় মূল্যবান জিনিস যত্নে রাখুন, নাহলে তা চুরি যেতে পারে।

বৃশ্চিকঃ প্রয়োজনে আজকে ঘরের কিছু পরিবর্তনও করতে পারেন। আজকের দিনে বিশ্রাম খুবই প্রয়োজন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখুন।

ধনুঃ কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারেন আজকে। অর্থ বিনিয়োগের সময় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। বেড়াতে যাওয়ার সময় মূল্যবান জিনিস যত্নে রাখুন, নাহলে তা চুরি যেতে পারে। নতুন চুক্তি গ্রহণে, লাভবান হবেন।

মকরঃ পরিবারের সদস্যরা নিজেদের সমস্যার কথা বলতে গেলে, আপনি নিজের মতই থাকবেন। কোন বন্ধু আপনার দৈর্য পরীক্ষা নিতে পারে। ফাঁকা সময়ে পছন্দের কাজ করুন। নিজের আদর্শের দিকে লক্ষ্য রাখুন, তা কখনও নষ্ট হতে দেবেন না।

কুম্ভঃ চাকুরীজীবীদের জন্য বিদেশে যাওয়ার ডাক আসতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। মন্দিরে বা ধরমীয় স্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। অতীতের কঠোর পরিশ্রমের ফল পাবেন ভবিষ্যতে।

মীনঃ খোলা বাতাসে হাঁটতে ভালো লাগবে আজকে। পুষ্টিকর খাবার গ্রহণ করুন। কোন বিষয়ে দুর্বল না হয়ে গিয়ে, নিজের মনকে শক্ত রাখুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।



@endif