Ajker Rashifal, 10 August, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 10 August, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ আজকের ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় নাও পেতে পারেন। বাড়িতে নিমন্ত্রিত অতিথির দ্বারা আর্থিকভাবে উপকৃত হবেন। পরিবারের সদস্যদের থেকে একটু যত্ন নিন। সঙ্গীর সঙ্গে খুব সুন্দর একটু সময় কাটবে।

বৃষভঃ পূর্বে শুরু করা প্রকল্প আজকের দিনে শেষ করুন। অযথা ঝামেলায় জড়িত হওয়ার কোন দরকার নেই। সঙ্গীর সঙ্গে কোন কারণে সমস্যা হতে পারে। অর্থের সম্পর্কে মনযোগী হোন, সঞ্চয়ে মন দিন।

মিথুনঃ কাজ থেকে হঠাৎ ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সঙ্গীর কোন কাজে আপনি বিরক্ত বোধ করতে পারেন। পুরনো বিনিয়োগের থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

কর্কটঃ আবেগ থেকে বেরিয়ে এসে নিজের কাজে মনযোগ দিন। হঠাৎ বাড়িতে অতিথির আগমনের কারণে, জমানো অর্থ খরচ হয়ে যাবে। নতুন বই কিনে গোটা দিন নিজেকে আটকে রাখতে পারেন। পরিবারের কোন উত্তেজনায় মন খারাপ করবেন না।

সিংহঃ সফরের মাধ্যমে ক্লান্ত হয়ে পড়বেন। আজকের দিনে শরীর সুস্থই থাকবে এই রাশির ব্যক্তিদের। নতুন পরিকল্পনার বিষয়ে সঙ্গীদের থেকে অনেক উৎসাহ পাবেন। পরিচিত মানুষদের মাধ্যমে আয়ের উৎস পাবেন।

কন্যাঃ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা সুখকর হবে, তবে মদ্যপান থেকে দূরে থাকুন। আপনার উদারতার সুযোগ সন্তানদের নিতে দেবেন না। ভাই বোনদের থেকে অনেক সুবিধা পেতে পারেন আজকে।

তুলাঃ ব্যস্ততার মাঝে আজকের দিনে নিজের জন্য সময় পাবেন না। চারপাশের মানুষদের উপর অনেক কারণে দাবী দেখাতে পারেন। সঙ্গীর সঙ্গে আজকের দিনে ভালো সময় কাটাতে পারেন। অজানা উৎস থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

বৃশ্চিকঃ পরিবারের লোকেদের হতাশ করা ঠিক নয়, তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান। দীর্ঘ ভ্রমণের ফলেও শরীর খারাপ হবে না। পরিবারের কেউ তাঁর সঙ্গে সময় কাটানোর কথা বললেও, আপনার কাছে সময় থাকবে না। ব্যস্ততার মাঝেও ক্লান্তি ঠিক সামলে নিতে পারবেন।

ধনুঃ বাড়িতে কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। সঙ্গীর সঙ্গে একটি ভালো দিন কাটাতে পারেন আজকে। পরিবারের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে আজ।

মকরঃ কর্মক্ষেত্রে সফলতা পাবেন আজকের দিনে এই রাশির ব্যক্তিরা। সাফল্যের মাঝে ধৈর্য ধরুন, অধৈর্য হয়ে পড়বেন না। ফাঁকা সময়ে পরিবারের ছোটদের সঙ্গে গল্প করতে পারেন। আপনার মিষ্টি স্বভাব অনেক বন্ধু তৈরি করবে।

কুম্ভঃ বন্ধুদের সঙ্গে প্রয়োজনের বেশি সময় কাটালে সমস্যায় পড়বেন। আবেগ নিয়ন্ত্রণ করে ভয় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। বাড়িতে উৎসবের পরিস্থিতি তৈরি হবে। অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে পরিবারের বড়দের থেকে পরামর্শ নিন।

মীনঃ অতীত জীবনের কেউ আজকের দিনে দেখা করতে পারেন, যা স্মরণীয় মুহূর্তের সৃষ্টি করবে। অর্থ কোনদিকে ব্যয় হচ্ছে, তা খেয়াল রাখুন। আজকের দিনে বাইরে যাওয়ার জন্য সঙ্গী জোর করতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো আচরণ করুন।