Ajker Rashifal, 1 October, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 1 october, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃদিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার বন্ধুভাগ্য বিশেষ শুভ। বাড়িতে আজ বিশেষ মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে পেছনে ফেলে এমন সাধ্য কার!
বৃষঃবেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ভেলা আজ হৃদয় সমুদ্রে নোঙর করেছে—আপনি টের পাচ্ছেন তো?
মিথুনঃব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কটঃবেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই—আজই চমকপ্রদ কিছু একটা ঘটতে চলেছে।
সিংহঃ ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ সবাইকে টপকে যেতে সক্ষম হবেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
কন্যাঃ চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনাকে নাড়া দিতে পারে।
তুলাঃ দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের রঙিন প্রজাপতি উড়তে উড়তে কিন্তু আপনার দিকেই আসছে!
বৃশ্চিকঃ কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের উথালপাতাল ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
ধনুঃ ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। অনেকটা আচমকাই আজ সহকর্মীর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মকরঃ শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভঃ দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
মীনঃ বেকারদের কারও কারও বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের উথালপাতাল ঢেউ আপনার হৃদয় সৈকতে আছড়ে পড়তে পারে। দূরের যাত্রা শুভ।