Zomato: কর্মী নিয়োগ করবে জোম্যাটো, কোম্পানির শর্তে শুনলে অবাক হবেন
জোম্যাটোর কর্ণধার দীপেন্দ্র গোয়েল জানান, কোম্পানি যে নতুন ৮০০ পদে নিয়োগ করবে, সেখানে এমন কর্মী নিয়োগ করা হবে, যাঁরা ২৪ ঘণ্টা কাজ করতে পারবেন। জোম্যাটোতে যাঁরা কাজ করবেন, তাঁরা ব্যাক্তিগত জীবনের জন্য কখনও কাজের গতি রোধ করতে পারবেন না। ব্যক্তিগত জীবন ভুলে যাঁরা ৭ দিন ২৪ ঘণ্টা করে কাজ করতে পারবেন, তাঁরাই জোম্যাটোর বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দিল্লি, ২৬ জানুয়ারি: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) এই খারার বাজারে সুখবর দিল। জোম্যাটোর তরফে জানানো হয়েছে, কোম্পানির ৮০০ পদে নতুন করে নিয়োগ করা হবে। জোম্যাটোর কর্ণধার দীপেন্দ্র গোয়েল জানান, কোম্পানি যে নতুন ৮০০ পদে নিয়োগ করবে, সেখানে এমন কর্মী নিয়োগ করা হবে, যাঁরা ২৪ ঘণ্টা কাজ করতে পারবেন। জোম্যাটোতে যাঁরা কাজ করবেন, তাঁরা ব্যাক্তিগত জীবনের জন্য কখনও কাজের গতি রোধ করতে পারবেন না। ব্যক্তিগত জীবন ভুলে যাঁরা ৭ দিন ২৪ ঘণ্টা করে কাজ করতে পারবেন, তাঁরাই জোম্যাটোর বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 'ট্র্যাডিশনাল ওয়ার্ক কালচার' ভাঙতেই জোম্যাটো এই সিদ্ধান্ত নিয়েছে। এমনই জানান দীপেন্দ্র গোয়েল।
আরও পড়ুন: IBM Layoff: বছরের শুরুতে আই বি এমে কর্মী ছাটাই, বাদ যেতে পারে ৩৯০০ কর্মীর নাম; জানাল রয়টার্স
বর্তমানে আইটিতে গণছাঁটাই পর্ব চলছে। ট্যুইটার, মেটা, মাইক্রোসফট, গুগল, আইবিএম-সহ একাধিক বড় তথ্য প্রযুক্তি সংস্থায় একের পর এক কর্মী ছাঁটাইয়ের জেরে বিশ্ব বাজারে মন্দার প্রভাব পড়ছে জোর কদমে।