Zakir Naik's Pakistan Visit: 'হতাশাজনক এবং নিন্দনীয়', ঘৃণা ছড়াতেই পাকিস্তানে জ়াকির নায়েক, কড়া সমালোচনা দিল্লির
গত মঙ্গলবার থেকে জ়াকির নায়েকের এক মাসের পাক সফর শুরু হয়। পাকিস্তানে হাজির হওয়ার একদিন পর জ়াকির নায়েক সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে দেখা করে। ১৯৯২ সালের পর এই প্রথম জ়াকির নায়েক পাকিস্তানে সফর করছে বলে জানা যাচ্ছে।
দিল্লি, ৪ অক্টোবর: পিস টিভির প্রধান প্রচারক জ়াকির নায়েকের (Zakir Naik) পাকিস্তান (Pakistan) সফর নিয়ে কড়া কটাক্ষ করল ভারত (India)। জ়াকির নায়েকের পাকিস্তান সফর অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করা হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। তবে জ়াকির নায়েকের পাকিস্তান সফরে ভারত একেবারেই অবাক হচ্ছে না বলেও মন্তব্য করা হয় দিল্লির (Delhi) তরফে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে জ়াকির নায়েকের পাকিস্তান সফর নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত থেকে পলাতক জ়াকির নায়েককে পাকিস্তান যেভাবে আমন্ত্রণ জানিয়ে যত্নআত্তি করছে, তাতে দিল্লি একেবারেই অবাক হচ্ছে না।
গত মঙ্গলবার পাকিস্তানে হাজির হয় জ়াকির নায়েক। ইসলামাবাদেও (Islamabad) জ়াকির নায়েক অনুষ্ঠান করবে বলে শোনা যায়। ইসলামাবাদের পাশাপাশি করাচি এবং লাহোরেও জ়াকির নায়েকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর। কড়া ভাষায় যার নিন্দা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।
গত মঙ্গলবার থেকে জ়াকির নায়েকের এক মাসের পাক সফর শুরু হয়। পাকিস্তানে হাজির হওয়ার একদিন পর জ়াকির নায়েক সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে দেখা করে। ১৯৯২ সালের পর এই প্রথম জ়াকির নায়েক পাকিস্তানে সফর করছে বলে জানা যাচ্ছে।
ঘৃণার ভাষণ ছড়ানোর অভিযোগে জ়াকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে ভারত। এরপর ২০১৬ সালে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় যায় নায়েক। এরপর থেকে মালয়েশিয়ায় পাকাপাকিভাবে বসবাস শুরু করে জ়াকির নায়েক। ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তবে বাংলাদেশে ইউনুস সরকার ক্ষমতায় এসে পিস টিভির উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেয় বলে খবর। কানাডা এবং ব্রিটেনেও জ়াকির নায়েকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।