YS Jagan Mohan Reddy Sworn: ৩০,০০০ জনতাকে সাক্ষী রেখেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জগন্মোহন রেড্ডি

আজই সেই মাহেন্দ্রক্ষণ। একদিতে রাজধানী দিল্লি প্রস্তুত হচ্ছে নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য, অন্যদিকে সেদিনই দক্ষিণভারতের নতুন রাজ্য অন্ধ্র প্রদেশের (‌ A‌ndhra Pradesh )মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান ইয়েদুগুড়ি সন্দিন্তি জগন্মোহন রেড্ডি ( Jaganmohan Reddy )।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ জগন্মোহন রেড্ডির( Photo Credits: ANI)

বিজয়ওয়াড়া, ৩০মে, ২০১৯: আজই সেই মাহেন্দ্রক্ষণ। একদিতে রাজধানী দিল্লি প্রস্তুত হচ্ছে নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য, অন্যদিকে সেদিনই দক্ষিণভারতের নতুন রাজ্য অন্ধ্র প্রদেশের (‌ A‌ndhra Pradesh )মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান ইয়েদুগুড়ি সন্দিন্তি জগন্মোহন রেড্ডি ( Jaganmohan Reddy )। দুপুর ১২.‌২৩ মিনিট নাগাদ বিজয়ওয়াড়ার ( Vijaywada )আইজিএমসি স্টেডিয়ামে জনসমাবেশের মধ্যেই রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

রাজ্যপাল ই এস এল নরসিংহন তাঁকে শপথ বাক্য পাঠ করান। জনতার উচ্ছ্বাস সেসময় যেন সপ্তম স্বর্গে ছিল। মুহুর্মুহু জগনের নামের জয়োধ্বনি উঠতে থাকে বিশাল জন সমাবেশের মধ্য থেকে।

এর আগে কোনও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহনে এই উচ্ছ্বাস প্রত্যক্ষ করেনি অন্ধ্র প্রদেশ। ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভা আসনের মধ্যে এবার ১৫১টি পেয়েছে ওয়াইএসআর কংগ্রেস( YSR Congress )। একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দল। কোনও শরিকের প্রয়োজন হয়নি। লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে চন্দ্রবাবু নাইডুদের। ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে জগনের দল একাই পেয়েছে ২২টি আসন।

জগন্মোহনের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। তেলুগু অভিনেতা চিরঞ্জীবী, জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ। এছাড়াও ছিলেন রাজ্যের শিল্পপতি এবং বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রীর শপথ আজ হলেও বাকি মন্ত্রীদের শপথ ৭ জুন হওয়ার কথা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠান দেখতে প্রায় ৩০,০০০ লোকের সমাগম হয়েছিল স্টেডিয়ামে। সকলেই যাতে দেখতে পান সেকারণে বিভিন্ন জায়গায় বিশাল এলইডি টিভি লাগানো হয়েছিল। শপথ নেওয়ার আগে আজ সকালে তিরুমালা মন্দিরে পুজো দেন জগন্মোহন রেড্ডি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now