Animal Cruelty Video: ইনস্টাগ্রাম ভিডিয়ো তৈরির জন্য কুকুরের উপর পৈশাচিক অত্যাচার যুবকের, নৃশংসতার ভিডিয়ো

এক যুবককে ইনস্টাগ্রাম ভিডিয়ো তৈরির জন্য একটি কুকুরের উপর পৈশাচিক অত্যাচার করতে দেখা যাচ্ছে। নৃশংসতার ওই নমুনা দেখে হতবাক হয়ে গেছেন অনেক নেটিজেনই।

Photo Credits: Twitter@Adarshvwastha

মেরুঠ: প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার জন্য নানা রকমের কাণ্ড কারখানা করেন অনেক মানুষ। কোনও ভিডিয়ো দেখে মানুষ অবাক হয় আবার কোনও ভিডিয়ো দেখে শিউরে ওঠেন। শনিবার সেইরকমই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে এক যুবককে ইনস্টাগ্রাম ভিডিয়ো (Instagram video) তৈরির জন্য একটি কুকুরের উপর পৈশাচিক অত্যাচার (brutality) করতে দেখা যাচ্ছে। নৃশংসতার (Cruelty) ওই নমুনা দেখে হতবাক হয়ে গেছেন অনেক নেটিজেনই।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গলির মধ্যে একটি কুকুরের (dog) দুটি পা ধরে বনবন ঘোরাচ্ছে এক যুবক। আর অন্য একজন সেই ঘটনার ভিডিয়ো তুলছে। জনৈক টুইটারাট্টি ভিডিয়োটি পোস্ট করে মেরুঠ ও উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করে লিখেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরুঠের (Meerut) সারুরপুরের (Sarurpur) বাসিন্দা বৃন্দাপাল নামে ওই যুবকের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আরও পড়ুন: Ugly Fight In McDonald's Outlet:ম্যাকডোনাল্ডের আউটলেটে কর্মচারী এবং গ্রাহকের মধ্যে সংঘর্ষ, একে অপরের দিকে ছুড়ল ঠান্ডা পানীয় (দেখুন ভিডিও)