Yogi's Chopper Emergency Landing: জরুরি অবতরণ করল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চপার

জরুরি অবতরণ করল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) চপার (Helicopter)। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বারাণসীর (Varanasi) পুলিশ লাইনে জরুরি অবতরণ করে। সূত্র জানিয়েছে, পাখির সঙ্গে সংঘর্ষের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হেলিকপ্টারটিকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছিল।

বারাণসী, ২৬ জুন: জরুরি অবতরণ করল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) চপার (Helicopter)। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বারাণসীর (Varanasi) পুলিশ লাইনে জরুরি অবতরণ করে। সূত্র জানিয়েছে, পাখির সঙ্গে সংঘর্ষের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হেলিকপ্টারটিকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছিল।

মুখ্যমন্ত্রী বারাণসীতে এসেছিলেন। আজ সকালে তিনি লখনউ ফেরার জন্য চপারে ওঠেন। এখন সড়কপথে তিনি বিমানবন্দরে যাচ্ছেন। সেখান থেকে বিমানে করে লখনউতে ফিরবেন। আরও পড়ুন: Assam Floods: বোটে চড়ে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা