Yashwant Sinha: তৃণমূল ছেড়ে হয়তো বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

আসন্ন রাষ্টপতি নির্বাচনে প্রার্থী খুঁজতে বারবার হতাশ হতে হচ্ছে বিরোধী জোটকে। এনডিএ-র বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে মমতাদের ডাকে সাড়া দিচ্ছেন না অনেকেই।

Yashwant Sinha (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ জুন: আসন্ন রাষ্টপতি নির্বাচনে প্রার্থী খুঁজতে বারবার হতাশ হতে হচ্ছে বিরোধী জোটকে। এনডিএ-র বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে মমতাদের ডাকে সাড়া দিচ্ছেন না অনেকেই। শরদ পওয়ার, ফারুক আবদুল্লা-র পর গতকাল বিরোধীদের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চাননি গোপালকৃষ্ণ গান্ধী। এদিকে, সময় ক্রমশ ফুরিয়ে আসছে। আগামী সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঠিক করে ফেলতেই হবে। এমন সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা-কেই হয়তো রাষ্ট্রপতি পদে দাঁড় করাতে চলেছে বিরোধীরা। এমন ইঙ্গিত নিজেই দিলেন যশবন্ত ন সিনহা।

আজ, মঙ্গলবার সকালে যশবন্ত সিনহা সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ জানিয়ে দিলেন, বৃহত্তর বিরোধী ঐক্য এবং বৃহত্তর জাতীয় স্বার্থের জন্য কাজ করতে চান। জোর জল্পনা, সে কারণেই তৃণমূল থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে, বা থাকতে হলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকা যায় না। তাই যশবন্ত এমন কথা লিখেছেন বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: 

প্রতিদিন ৪-৫টি করে ধর্ষণের অভিযোগ, বাদ নেই শিশুরাও, পাকিস্তানের জারি হচ্ছে 'জরুরি অবস্থা'

দেখুন টুইট

অটল বাজপেয়ী ঘনিষ্ঠ যশবন্ত সিনহা দীর্ঘদিন বিজেপিতে শীর্ষস্তরে ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৮ সালে যশবন্ত বিজেপি ছাড়েন। এরপর গত বছর মার্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যশবন্ত সিনহা। দলে যোগ দেওয়ার পরই যশবন্তকে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি পদে বসান মমতা। জাতীয় রাজনীতিতে থাবা বসাতে যশবন্তের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলেন দিদি। কিন্তু এখন সামনে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের দানা বাঁধতে যশবন্তকেই হয়তো প্রার্থী করছেন মমতা।