PM Narendra Modi: কার্গিল বিজয় দিবসেই শিনকুন লা টানেলের কাজ শুরু হবে, চীনের চিন্তা বাড়িয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
আগামীকাল অর্থাৎ শুক্রবার কার্গিল যুদ্ধের ২৫ তম বিজয় দিবস পালন হবে। আর এই বিশেষ দিনে কার্গিল যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল অর্থাৎ শুক্রবার কার্গিল (Kargil Vijay Diwas) যুদ্ধের ২৫ তম বিজয় দিবস পালন হবে। আর এই বিশেষ দিনে কার্গিল যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে টুইট করে এমনটাই জানালেন তিনি। সেই সঙ্গে এও জানান যে, ২৬ জুলাই থেকে শিনকুন লা টানেলের (Shinkun La Tunnel) কাজ শুরু হবে। এদিন প্রধানমন্ত্রী লেখেন, "আগামীকাল ২৬ জুলাই, প্রতিটি ভারতীয়দের কাছেই একটি গর্বের দিন। যাঁরা আমাদের জাতি ও দেশকে রক্ষা করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আগামীকাল আমি কার্গিল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে যাবো এবং বীর জওয়ানদের শ্রদ্ধা জানাবো। সেই সঙ্গে শিনকুন লা টানেলের কাজও শুরু হবে এদিন থেকে। এই প্রকল্প শেষ হলে লেহর সঙ্গে খারাপ আবহাওয়ার মধ্যেও সংযোগ স্থাপন করা যাবে"।
এমনিতে লেহ, লাদাখের আগ্রাসন করার জন্য মুখিয়ে আছে চীন। তবে এই টানেল হলে খারাপ আবহাওয়ার মধ্যেই সামরিক বাহিনী দ্রুত লেহতে পৌঁছে যেতে পারবে। এমনকী অস্ত্রশস্ত্র পাঠাতেও অসুবিধা হবে না। তাই চীনের আগ্রাসনকে ঠেকাতে দ্রুত এই টানেল তৈরি হওয়া খুব প্রয়োজন। সেই সঙ্গে এই টানেল তৈরি হলে পর্যটকদের ভিড়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। অত্যাধুনিক এই টানেল যে কোনও আবহাওয়ায় খোলা থাকবে। প্রায় ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় নিমু-পদুম-দারচা রোডে নির্মিত হবে এই টানেল। বানানো হলে বিশ্বের সবথেকে উচু টানেল হিসেবে রেকর্ড গড়বে এটি।
প্রসঙ্গত, চীনের আগ্রাসন নীতিকে বেশ কয়েকবছর ধরেই আটকে যাচ্ছে ভারতীয় সেনা। গালওয়ানে এই নিয়ে ভারত ও চীনা সেনার মধ্যে হাতাহাতি হয়েছিল। তারপরেই এই এলাকাগুলিতে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। আগামীদিনে যদি ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থি আসে, সেই সময় শিনকুন লা টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেকে।