Women Reservation Bill : মহিলা সংরক্ষন বিলের কার্যকারীতা নিয়ে সংশয় প্রকাশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর

ডিলিমিটেশন এবং জনগণনার পর এটি কার্যকর করতে ১০ বছর সময় লেগে যাবে বলে দাবি কংগ্রে সাংসদ রাহুল গান্ধীর

Photo Credits: ANI

মহিলা সংরক্ষন বিল (Women Reservation Bill) নিয়ে শাসক থেকে বিরোধী মুখ খুলেছেন অনেকেই। বিলে মহিলাদের সংরক্ষনের বিষয়টিকে সমর্থনও জানিয়েছেন। তবে সেই বিল কার্যকর হওয়া নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকেই। এবার সেই একই সুর শোনা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গলাতেও।

একটি প্রেস বিবৃতির মাধ্যমে তিনি এই বিষয়ে বলেন, "মহিলা সংরক্ষন বিল খুব ভাল, কিন্তু আমরা দুটি বিষয় এখানে দেখেছি, যে এটি কার্যকর করার আগে ডিলিমিটেশন (Delimitation)  এবং জনগণনা(Census) করতে হবে।এই দুটি করতেই অনেক দিন লেগে যাবে। সত্যিটা হচ্ছে সরক্ষম এখনই চালু করা যাবে না। এটা কোন জটিল বিষয় নয়।কিন্তু সরকার এটা করতে চায়না।সরকার এটি দেশের সামনে নিয়ে এসেছে ঠিকই কিন্তু এটি আজ থেকে ১০ বছর বাদ কার্যকর করা হবে।এটা আদৌ কার্যকর হবে কি না তা কেউ জানেনা।এটি দিশা ঘোরানোর একটি কাজ।নজর ঘোরানোর একটা পন্থা।"

বিলটিকে সমস্ত দল সমর্থন জানালেও বিরোধীদের মতে এটি ভোটের আগে একটি কৌশল মাত্র। যা সাধারণ মানুষ খুব ভালভাবেই বুঝতে পারছেন।যদিও বিজেপির পক্ষ থেকে এটিকে একটি ঐতিহাসিক রায় হিসেবেই বর্ণনা কর হচ্ছে।