Bengaluru Murder: বন্ধ ফ্ল্যাটের ফ্রিজ থেকে উদ্ধার যুবতীর ক্ষতবিক্ষত দেহ
২০২২ সালের দিল্লিতে ফ্রিজ থেকে উদ্ধার হয়েছিল শ্রদ্ধা ওয়ালকারের দেহ। মোট ৩৫ টুকরো করা হয় শ্রদ্ধার দেহ।
নয়াদিল্লিঃ বেঙ্গালুরুতে(Bengaluru) দিল্লির(Delhi) শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া। ফ্রিজ(Fridge) থেকে উদ্ধার যুবতীর ক্ষতবিক্ষত দেহ(Dead Body)। মোট ৩০ টুকরো করে দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। এরপর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। তদন্তে নেমে জানা গিয়েছে বেঙ্গালুরুর বালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটে। নিহত ভিন রাজ্যের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে আসা। জানা গিয়েছে, ফ্রিজের মধ্য থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। এই খুনের পিছনে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে ফরেনসিক বিশেষজ্ঞরা এবং ডগ স্কোয়াড। হাজির হয় ফিঙ্গারপ্রিন্ট টিমও। নিহত তরুণীর ফ্ল্যাট থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রসঙ্গত, ২০২২ সালে দিল্লিতে ফ্রিজ থেকে উদ্ধার হয়েছিল শ্রদ্ধা ওয়ালকারের দেহ। মোট ৩৫ টুকরো করা হয় শ্রদ্ধার দেহ। তবে সেক্ষেত্রে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালা তাঁকে খুন করে বলে জানা গিয়েছিল। দেহ টুকরো-টুকরো তা নিকটবর্তী জঙ্গলে ফেলে আসা হয়।
বন্ধ ফ্ল্যাটের ফ্রিজ থেকে উদ্ধার যুবতীর ক্ষতবিক্ষত দেহ