Tripura Shocker: স্বামীর সঙ্গে ঝগড়ার জের, ছোট্ট শিশুকে অ্যাসিড খাইয়ে আত্মঘাতী মা

খোয়াই জেলার বাসিন্দা ফুলরানি জামাতিয়ার সঙ্গে কয়েক মাস ধরেই বনিবনা হচ্ছিল না তাঁর স্বামীর। সে আলাদা থাকছিল। ফুলরানি ও তাঁদের সন্তান আয়ুষের জীবনধারণের জন্য কোনও টাকা দিত না। ফলে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে কাটছিল মা ও ছোট্ট ছেলের জীবন।

প্রতীকী ছবি

আগরতলা: স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বেশ কিছুদিন ধরেই সমস্যার সঙ্গে যুদ্ধ করে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু, চাপের কাছে শেষপর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হলেন ত্রিপুরার (Tripura) চামপামুরা (Champampura) এলাকার তেলিয়ামুরা (Teliamura) পুলিশ স্টেশনের অন্তর্গত হাদরাই এডিসি (Hadrai ADC) গ্রামের ২৮ বছরের যুবতী ফুলরানি জামাতিয়া। দেড় বছরের ছোট্ট শিশুকে ফরমিক অ্যাসিড (Formic acid) খাইয়ে মেরে নিজেও সেই অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন তিনি। মর্মান্তিক এই ঘটনার কথা জানাজানি হতেই তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, খোয়াই জেলার বাসিন্দা ফুলরানি জামাতিয়ার সঙ্গে কয়েক মাস ধরেই বনিবনা হচ্ছিল না তাঁর স্বামীর। সে আলাদা থাকছিল। ফুলরানি ও তাঁদের সন্তান আয়ুষের জীবনধারণের জন্য কোনও টাকা দিত না। ফলে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে কাটছিল মা ও ছোট্ট ছেলের জীবন। অনেক লড়াই লড়েও অবশেষে জীবন যুদ্ধে হার মেনে সন্তানকে মেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন ফুলরানি।

এরপরের ঘটনাটা খুব সংক্ষিপ্ত। ফোরমিক অ্যাসিড নিয়ে এসে সেটা প্রথমে ঘরের মধ্যে শুয়ে থাকা দেড় বছরের আয়ুষকে কিছুটা খাইয়ে দেন। তারপর নিজে ঘরের বাইরে বেরিয়ে এসে বাকি অ্যাসিডটুকু খেয়ে নেন। কিছুক্ষণ বাদে মৃত্যু হয় উভয়েরই। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। তাতে অ্যাসিড খাওয়ার ফলে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।