Purnea Shocker: শ্লীলতাহানি থেকে বাঁচতে শিলিগুড়ি-বৈশালি রুটের বাস থেকে মরণঝাঁপ মহিলার
কয়েকজন লোক শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। তার থেকে বাঁচতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। পরে তাঁকে রাস্তা থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পূর্ণিয়া: কয়েকজন লোক শ্লীলতাহানি (molestation) করার চেষ্টা করেছিল। তার থেকে বাঁচতে চলন্ত বাস (Moving Bus) থেকে ঝাঁপ (jumped) দিলেন এক মহিলা (woman)। পরে তাঁকে রাস্তা থেকে গুরুতর জখম অবস্থায় (injured condition) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnea)।
এপ্রসঙ্গে পূর্ণিয়া জেলার পুলিশ সুপার জানান, বুধবার মধ্যরাতে পূর্ণিয়ার রাস্তায় একজন মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন নজরদারির কাজে থাকা পুলিশকর্মীরা। তাঁকে প্রশ্ন করে জানা যায়, তিনি শিলিগুড়ি (Siliguri) থেকে বাসে চেপে বৈশালি (Vaishali) আসছিলেন। বাসের মধ্যে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে কয়েকজন। তাদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকেই ঝাঁপ দেন তিনি। বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ণিয়া সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ সি কে সিনহা জানান, ওই মহিলার মাথায় খুব জোরে আঘাত (head injury) লেগেছে। তাঁকে গুরুতর জখম অবস্থাতে হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ।