Woman Gives Birth in KSRTC Bus:কেরালার ত্রিশুরে কেএসআরটিসি বাসে কন্যা সন্তানের জন্ম দিলেন এক মহিলা, বাসের চালক ও হাসপাতালের তৎপরতার ভিডিও হল ভাইরাল (দেখুন ভিডিও)
হাসপাতালের প্রাঙ্গণে বড় বাস আসতে দেখে গেটে থাকা হাসপাতালের কর্মীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। এক ব্যক্তি বাস থেকে নেমে চিকিৎসকদের ডেকে জানান যে গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে।
কেরালা রাজ্যের কোচির মারনো আবাসিক এলাকার থিরুনাভায়াতে থাকেন লিজেশ
ও তার ৩৭ বছরের স্ত্রী সেরেনা। ৫ সন্তানের জননী সেরেনা ষষ্ঠ বারের মত হয়েছিলেন গর্ভবতী। ৯ মাসের গর্ভবতী অবস্থায় গত বুধবার কেরালা রাজ্য সরকারের বাসে (KSRTC বাস) আঙ্গামালি থেকে থটিলপালাম যাচ্ছিলেন। কিন্তু বাসে ওঠার পর থেকেই প্রসব বেদনায় সেরেনার শরীর খারাপ হতে থাকে, সে বাসের ভিতর চিৎকার করতে থাকে। তাঁর এই অবস্থা দেখে বাসের চালক এবং কন্ডাক্টর অবিলম্বে পারহিমঙ্গলম পুলিশ বিভাগকে পুরো ঘটনা অবহিত করেন এবং গাড়িটিকে জরুরি ভিত্তিতে ত্রিশুরের আম্বালা এলাকার আমালা হাসপাতালের দিকে নিয়ে যান।
হাসপাতালের প্রাঙ্গণে বড় বাস আসতে দেখে গেটে থাকা হাসপাতালের কর্মীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। এক ব্যক্তি বাস থেকে নেমে চিকিৎসকদের ডেকে জানান যে গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে। এর পরে, মেডিকেল কর্মীরা ছুটে এসে নিশ্চিত হন যে বাসের ভিতরে মহিলার প্লাসেন্টা ভেঙে গেছে এবং শিশুটি প্রসবের জন্য প্রস্তুত। এরপরেই চিকিৎসক ও সেবাকর্মীরা বাসে থাকা যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয় এবং বাসের ভেতরেই শিশুটিকে প্রসব করার প্রক্রিয়া শুরু করে। জানা গেছে বাসের ভিতরে মহিলাটি নিরাপদে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এবং শিশুটিকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যান একজন নার্স। পরবর্তীকালে, মাকেও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা।পরহিমঙ্গলম পুলিশ সেরেনার স্বামীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানানোর পর তিনিও হাসপাতালে ছুটে যান।
মা ও শিশুর স্বাস্থ্য:
বর্তমানে মা ও শিশু দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সৌজন্যে বাসের ভেতরে ডেলিভারি ও হাসপাতালের কর্মীদের তৎপরতার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।এই ঘটনায় সাহায্যকারী সরকারি বাসের চালক, কন্ডাক্টর এবং চিকিৎসা কর্মীদের জন্য প্রশংসা বর্ষিত হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
যে বাসটি হাসপাতালে পৌঁছেছিল এবং ডেলিভারিতে সহায়তা করেছিল: