Mumbai: ভুলবশত ম্যাগিতে ইঁদুর মারা বিষ মেশানো টমেটো, মৃত্যু মহিলার

ভুল করে ইঁদুর মারা বিষ (Rat Poison) মেশানো খাবার খেয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) মালাদের প্যাসকেল ওয়াদি এলাকায়। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সি এক মহিলা ম্যাগি বানানোর সময় ভুলবশত ইঁদুরের বিষ মেশানো টমেটো (Tomato) যোগ করেন।

Image used for representational purpose only (Photo Credits: Free Pik)

মুম্বই, ৩০ জুলাই: ভুল করে ইঁদুর মারা বিষ (Rat Poison) মেশানো খাবার খেয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) মালাদের প্যাসকেল ওয়াদি এলাকায়। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সি এক মহিলা ম্যাগি বানানোর সময় ভুলবশত ইঁদুরের বিষ মেশানো টমেটো (Tomato) যোগ করেন।

পুলিশ জানিয়েছে যে রেখা নিষাদ নামে ওই মহিলা ২১ জুলাই বাড়িতে ইঁদুর মারার জন্য টমেটোতে বিষ দিয়ে রেখে দিয়েছিলেন। পরের দিন ভুলবশত ম্যাগি তৈরির সময় ওই বিষ মেশানো টমেটো দিয়ে দেন। আরও পড়ুন: Monkeypox Case In HP: এবার হিমাচল প্রদেশে সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল

মালভানি পুলিশের সাব ইন্সপেক্টর মুসা দেবর্ষি বলেন, "টিভি দেখার সময় ভুলবশতই মহিলা তাঁর খাবারে বিষ মেশানো টমেটো দিয়ে ফেলেন।" ম্যাগি খাওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁর বমি শুরু হয়। তাঁর স্বামী তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ওই মহিলার মৃত্যু হয়।