Gurugram Shocker: বিয়ের রাতেই পণের দাবিতে বরের বিকৃতকামের শিকার নববধূ! অভিযুক্ত সাত
কিছুমাস আগে বিয়ের সময় ৪৪ লক্ষ টাকা নগদ ও গহনা নেওয়ার পরেও বিয়ের পর থেকে তাঁর স্বামী, তার বাবা-মা, দেবর ও ননদের পরিবারের তিন সদস্য আরও পণের জন্য চাপ দিত। তা না দিতে পারায় মানসিক ও শারীরিক অত্যাচার চালাত।
গুরুগ্রাম: বিয়ের রাতেই (Nuptial Night) পণের দাবিতে (Dowry) নববধূর উপর চড়াও হয়েছিল বরের পরিবারের সদস্যরা। নববধূকেও হতে হয়েছিল স্বামীর বিকৃতকামের (Unnatural Sex) শিকার। তবে মাথা নিচু করে সেই অত্যাচার মেনে নেননি ২৮ বছরের যুবতী। সোজা পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করেছে স্বামী ও তার পরিবারের আরও ৬ জন সদস্যের নামে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের (Gurugram) সিভিল লাইনস পুলিশ স্টেশনের (Civil lines police station) অন্তর্গত এলাকায়।
নির্যাতিতা পুলিশের কাছে যে অভিযোগ করেছেন তাতে উল্লেখ্য করা হয়েছে, বিয়ের রাতে তাঁর স্বামী তাঁকে নিজের বিকৃত কামনা মেটাতে বাধ্য করে। একই ঘটনা ঘটায় হানিমুন বা মধুচন্দ্রিমার সময়ও। আরও পড়ুন: Hyderabad Video: হায়দরাবাদে ব্যস্ত রাস্তায় ধ্বস, ভেঙে পড়ল দোকান, ঢুকে গেল গাড়ি, দেখুন
কিছুমাস আগে বিয়ের সময় ৪৪ লক্ষ টাকা নগদ ও গহনা নেওয়ার পরেও বিয়ের পর থেকে তাঁর স্বামী, তার বাবা-মা, দেবর ও ননদের পরিবারের তিন সদস্য আরও পণের জন্য চাপ দিত। তা না দিতে পারায় মানসিক ও শারীরিক অত্যাচার চালাত।