Narendra Modi: গান্ধী সরতেই প্রথমবার যে কেন্দ্রে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদী
দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম উত্তরপ্রদেশের পিলিভিটে কোনও প্রার্থীর পদবি গান্ধী নয়। পিলিভিটে বিজেপি এবার আর প্রার্থী করেনি মেনকা গান্ধী পুত্র বরুণ গান্ধী-কে।
নতুন দিল্লি, ৭ এপ্রিল: দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম উত্তরপ্রদেশের পিলিভিটে কোনও প্রার্থীর পদবি গান্ধী নয়। পিলিভিটে বিজেপি এবার আর প্রার্থী করেনি মেনকা গান্ধী পুত্র বরুণ গান্ধী-কে। বরুণের বদলে রাজ্যের কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী দলবদলে বিজেপি-তে আসা জিতিন প্রসাদ-কে দাঁড় করিয়েছি বিজেপি। ১৯৮৯ থেকে হয় মেনকা গান্ধী বা তাঁর পুত্র বরুণ পিলিভিটে প্রার্থী হয়েছেন। প্রথমবার মেনকা হারলেও ১৯৯১ লোকসভা নির্বাচন থেকে টানা তিনি জিতে এসেছেন। এরপর তাঁর ছেলে বরুণ জিতেছেন। হিসেব বলছে, পিলিভিটে গত সাতটি লোকসভা নির্বাচনে জিতেছেন হয় মেনকা গান্ধী বা তাঁর ছেলে বরুণ।
এবার পিলিভিটে জিতিনকে জেতাতে মরিয়া বিজেপি সব অস্ত্র প্রয়োগ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম পিলিভিটে প্রচার করতে পারেন। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচার করবেন। সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, তারকা প্রচারকরাও জিতিনের হয়ে গলা ফাটাতে নামবেন। আরও পড়ুন-তৃণমূল, বাম এবং কংগ্রেস একই মুদ্রার এপিঠ ওপিঠ, ধূপগুড়ির সভা থেকে ইন্ডিয়া জোটের একহাত নিলেন মোদী
এই কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে সমাজবাদী পার্টি ভগবত সরন গ্যাংওয়ার প্রচারে ঝড় তুলছেন। লড়াইয়ে আছেন বহুজন সমাজ পার্টি-র প্রার্থী আনিস আহমেদ খান। গতবার বরুণ গান্ধী জিতেছিলেন আড়াই লক্ষাধিক ভোটে। তবে এবার বিজেপির লড়াই কঠিন। যদিও এসপি, বিএসপি-র ভোট ভাগাভাগি যত হবে ততই এখানে জয় সহজ হবে বিজেপি-র।