Air Force Day 2019: বায়ুসেনা দিবসে আকাশে মিগ ২১ বাইসন ফাইটার জেট ওড়ালেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (দেখুন ভিডিও)
বায়ুসেনা দিবসে দেখা মিলল অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) বিক্রমের। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সহ বালাকোট এয়ারস্ট্রাইকে (Balakot Air অংশ নেওয়া বায়ুসেনার পাইলটরা বায়ুসেনা দিবসের মহড়ায় অংশ নিলেন। ভারতীয় বায়ুসেনা ৮৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে আজ, বুধবার।
গাজিয়াবাদ, ৮ অক্টোবর: Air Force Day 2019: বায়ুসেনা দিবসের ফ্লাইং পাস্টে বিক্রম দেখালেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) । আকাশে মিগ ২১ বাইসন ফাইটার জেট ওড়ালেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সহ বালাকোট এয়ারস্ট্রাইকে (Balakot Air অংশ নেওয়া বায়ুসেনার পাইলটরা বায়ুসেনা দিবসের মহড়ায় অংশ নিলেন। আজ, বুধবার গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে ভারতীয় বায়ুসেনা ৮৭তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। বায়ুসেনা দিবসে প্রতিষ্ঠা উপলক্ষে বেশ কয়েকটি আইএএফ পরিবহন বিমান, যুদ্ধবিমান, হেলিকপ্টারও এক প্রদর্শনীতে অংশ নিচ্ছে। আজ বায়ুসেনা দিবসে বালাকোটে অভিযানে অংশগ্রহণকারী স্কোয়াড্রনকে আজ বিশেষ সম্মান জানানো হয়।
পুলওয়ামা হামলার ঘটনায় পাকিস্তানকে সবক শেখানোর সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছিলেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দেশপ্রেমে উদ্বেলিত অভিনন্দনের কানেও পৌঁছায়নি কন্ট্রোল রুমের ঘোষণা। ভারতের সীমা অতিক্রম করার মুখেই ভারতীয় বায়ুসেনার কন্ট্রোল রুম থেকে ভেসে আসে ‘টার্ন কোল্ড! টার্ন কোল্ড!’ অর্থাৎ ‘আর যেও না, ফিরে এসো।’আরও পড়ুন-সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে চুপ, পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দিকেই জোর ন্যাশানাল কনফারেন্সের
দেখুন আকাশে মিগ ২১ বাইসন ফাইটার জেট ওড়ালেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান---
শত্রুপক্ষের ফাইটার জেট অনেক বেশি শক্তিশালী, অতএব বিপদ আসতে পারে যে কোনও মুহূর্তেই। কিন্তু ফিরে আসার ডাক শুনতে পাননি অভিনন্দন। কারণ ভারতের সীমা ছাড়াতেই পাকিস্তানের রেডিয়ো জ্যামার পুরোপুরি কব্জা করে ফেলেছিল পুরনো প্রযুক্তির মিগের কন্ট্রোল সিস্টেমকে। মিগ-২১ বাইসন জেটের কলকব্জা যে আগেই বাতিলের খাতায় ঢুকে গেছে সে ব্যাপারে বারে বারেই অভিযোগ জানানো হয়েছে।
ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) ৫১ স্কয়্যাড্রনকে (51 Squadron) বিশেষ সম্মান পাচ্ছেন। পাকিস্তানি আকাশ হামলা প্রতিহত করার জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়া (RKS Bhaduria)। এছাড়া পুরস্কার দেওয়া হবে কম্যান্ডিং অফিসার গ্রুপের ক্যাপটেন সতীশ পাওয়ারকেও (Group Captain Satish Pawar)। এ ছাড়াও ৯ নম্বর স্কয়্যাড্রন যারা মিরাজ ২০০০ নিয়ে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হানা চালিয়েছিল তাদেরও ইউনিট সাইটেশন পুরস্কার দেওয়া হবে। বালাকোট বিমান হানায় অবদানের জন্য পুরস্কৃত হবে স্কয়্যাড্রন লিডার মিনতি আগরওয়ালের (Minty Agarwal) ৬০১ সিগন্যাল ইউনিট।
#WATCH Ghaziabad: Indian Air Force officers who participated in Balakot airstrike, fly 3 Mirage 2000 aircraft & 2 Su-30MKI fighter aircraft in ‘Avenger formation’, at Hindon Air Base during the event on #AirForceDay today. pic.twitter.com/qV417aLNjr
বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরের দিন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকে পাকিস্তান বায়ুসেনা। পাল্টা তাদের তাড়া করে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের যুদ্ধ বিমানকে তাড়া করতে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়লে তাঁকে বন্দি করে পাকিস্তান প্রশাসন। দু দিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)