Uddhav Thackeray Address: যদি একজনও বিধায়ক না চান, তবে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব: উদ্ধব ঠাকরে

রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলের বিদ্রোহী বিধায়কদের বড় বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "অসন্তুষ্ট বিধায়কদের মধ্যে একজনও যদি বলেন যে তিনি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে চান না, তবে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ব এবং সরকারি বাসভবন ছাড়ব।"

Uddhav Thackeray

মুম্বই, ২২ জুন: রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলের বিদ্রোহী বিধায়কদের বড় বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray)। আজ বিকেলে ফেসবুক লাইভে আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, "অসন্তুষ্ট বিধায়কদের মধ্যে একজনও যদি বলেন যে তিনি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে চান না, তবে মুখ্যমন্ত্রীর পদ (CM Post)  ছাড়ব এবং সরকারি বাসভবন ছাড়ব।"

উদ্ধব ঠাকরের বক্তব্য: