Manish Sisodia: দু-তিনের মধ্যে আমায় গ্রেফতার করবে সিবিআই: মনীশ সিসোদিয়া
গতকাল, শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-র বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দিল্লির মদ নীতি নির্ধারণ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআর-এ সবার আগে নামটা মণীশ সিসোদিয়ার।
কলকাতা, ২০ অগাস্ট: গতকাল, শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-র বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দিল্লির মদ নীতি নির্ধারণ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআর-এ সবার আগে নামটা মণীশ সিসোদিয়ার। দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে দুর্নীতির অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷
মণীশ সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ মণীশ সিসোদিয়া আশঙ্কা প্রকাশ করলেন তাঁকে আগামী দু-চার দিনের মধ্যে গ্রেফতার করবে সিবিআই। সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ তাঁর। যদিও সিবিআইয়ের অভিযোগ, দিল্লির মদ নীতি নির্ধারণ প্রভাবিত করতে সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা নিয়েছিলেন। আম আদমি পার্টি সিবিআইয়ের এই অভিযোগ হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। আরও পড়ুন- দহি হান্ডি-তে নাচের সময় অত্যধিক উত্তেজনায় হার্ট অ্যাটাকে মৃত্যু
দেখুন টুইট
ক মাসে আগে অর্থ পাচার মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতৈন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। মণীশ সিসোদিয়া গ্রেফতার করলে ক মাসের ব্যবধানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরিষদের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কারাবাস করতে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অরবিন্দ কেজরিওয়ালও অভিযোগ করেছেন, দেশের বিরোধীদের জব্দ করতেই সিবিআই, ইডি-কে অনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার।