Wife Earns More Than Man: স্বামীর তুলনায় বেশি রোজগার, স্ত্রীর খোরপোষের দাবি নাকচ আদালতের

২০২১ সালে শ্বশুরবাড়ি এবং স্বামীর বিরুদ্ধে গারস্থ্য হিংসার মামলায় দায়ের করেন এক মহিলা। সন্তানের জন্মের সময় ওই মহিলার উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালায় বলে অভিযোগ দায়ের করা হয়।

Court & Judiciary Photo Credit: File Image

মুম্বই, ২৯ মে: স্বামীর তুলনায় বেশি রোজগার করেন স্ত্রী। স্বামীর তুলনায় স্ত্রী বেশি রোজগার করায়, তিনি কেন খোরপোষ পাবেন, এমন প্রশ্ন তুলে মামলা স্থগিত করা হল আদালতের তরফে। মুম্বই আদালতে সম্প্রতি একটি বিচ্ছেদের মামলায় দায়ের করা হয়।  যেখানে স্বামীর কাছে খোরপোষের দাবি করেন স্ত্রী। শুনানি চলাকালীন দেখা যায়, স্বামীর তুলনায় স্ত্রী বেশি রোজগার করেন।  তিনি বছরে ৪ লক্ষের বেশি রোজগার করেন।  ফলে সেই স্ত্রীকে কেন খোরপোষ দিতে হবে বলে সংশ্লিষ্ট মামলা স্থগিত করা হয়, আদালতের তরফে। স্বামীর তুলনায় বেশি রোজগার করায় ওই মহিলা কোনওভাবে খোরপোষ পান না বলে স্পষ্ট জানানো হয় মুম্বই আদালতের তরফে।

প্রসঙ্গত ২০২১ সালে শ্বশুরবাড়ি এবং স্বামীর বিরুদ্ধে গারস্থ্য হিংসার মামলায় দায়ের করেন এক মহিলা। সন্তানের জন্মের সময় ওই মহিলার উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালায় বলে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে এবার স্ত্রীর রোজগার বেশি হওয়ায়, স্বামীকে খোরপোষের ১০ হাজার টাকা প্রত্যেক মাসে দিতে হবে না বলে স্পষ্ট জানানো হয়।



@endif