Adhir Chowdhury (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৬ ডিসেম্বর:  নাগাল্যান্ডে (Nagaland) সেনা বাহিনীর গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় ক্রমশ পারদ চড়তে শুরু করেছে। ফলে শনিবার রাতের ঘটনায় উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে এ বিষয়ে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির  পর পালটা আক্রমণ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কেন নীরিহ গ্রামবাসীদের উপর গুলি চালানো হল?  কেন একজন সেনা কর্মীর জীবন গেল বলে সংসদে প্রশ্ন তোলা হয়। যার উত্তর আজ সংসদের অধিবেশন থেকে মেলেনি বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

শনিবার নাগাল্যান্ডের মন জেলার টিরু গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। মায়ানমার সংলগ্ন ওই গ্রামে জঙ্গিদের যাতায়াত বাড়ছে, এই সন্দেহে সেখানে টহলদারির সময় গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। যার জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২ জন।  ওই ঘটনার পর সেনা বাহিনীর ক্যাম্প ঘিরে হামলা চালালে, আরও বেশ কয়েকজনের মৃত্যু হয় একজন সেনা জওয়ান সহ। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে প্রায় গোটা রাজ্য। জঙ্গি সন্দেহে গুলি চালিয়ে ১৪ জন নীরিহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে টিরু গ্রাম।

আরও পড়ুন: Nagaland Firing: ভুলের জেরেই নাগাল্যান্ডের ঘটনা, সংসদে বললেন অমিত শাহ

নাগাল্যান্ডের  ঘটনায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । পাশাপাশি ওই ঘটনায় সিট তদন্তও করবেও বলেও আশ্বাস দেওয়া হয় নিহতদের পরিবারগুলিকে। শাহের ওই প্রতিশ্রুতির পর আজ সংসদে নাগাল্যান্ড নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, শনিবার রাতে নাগাল্যান্ডের ঘটনা অনভিপ্রেত। ওই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুল বোঝাবুঝির কারণেই শনিবার রাতে সেনা বাহিনী গুলি চালায় বলে লোকসভায় (Lok Sabha) মন্তব্য করেন অমিত শাহ।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Loksabha Election 2024: 'EVM-কে দোষারোপ করে ৪ জুন সাংবাদিক সম্মেলন করবে কংগ্রেস, চাকরি হারাবেন খাড়গে', তোপ শাহর

Loksabha Election 2024: 'এবার তৈরি হবে সীতা মন্দির', লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ

Amit Shah: চতুর্থ দফা শেষেই সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে গিয়েছে মোদী সরকার, বাকি তিনে হবে ৪০০ পার, বনগাঁর জনসভায় দাবি অমিত শাহর

Amit Shah: তৃতীয় দফার শেষেই দুশো আসনে জিতে গিয়েছে এনডিএ, দক্ষিণ ভারতে এক নম্বর দল হবে বিজেপি, দাবি অমিত শাহর

Adhir Chowdhury: প্রচারে মুখোমুখি বিজেপি প্রার্থী নির্মল সাহার সঙ্গে দেখা অধীর চৌধুরীর, কী করলেন বহরমপুরের সাংসদ, দেখুন ভিডিয়ো

BJP Star Campaigners: দিল্লিতে মোদী-শাহর সঙ্গে বিজেপির তারকা প্রচারক গম্ভীর, লাভলিও

Lok Sabha Elections 2024: রাত পোহালেই দেশে তৃতীয় দফার ভোট, জানুন কোন কোন কেন্দ্রে হবে ভোটগ্রহণ

Amit Shah Doctored Video Case: অমিত শাহের ফেক ভিডিও মামলায় গ্রেফতার হওয়া কংগ্রেস নেতার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত