BJP MP Ramesh Bidhuri: লোকসভায় বিরোধী সাংসদকে কটাক্ষে ঘৃণা ভাষণ করে দেশজুড়ে সমালোচিত হওয়া কে এই সাংসদ রমেশ বিধুরী
লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে বলতে গিয়ে বাধা পেয়ে মেজাজ হারিয়ে বিএসপির সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী।
সংসদে কু কথা, ঘৃণার ভাষণে নয়া লজ্জার নজির গড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী (BJP MP Ramesh Bidhuri)। লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে বলতে গিয়ে বাধা পেয়ে মেজাজ হারিয়ে উত্তরপ্রদেশের আমরোহার বিএসপির সাংসদ কুনওয়ার দানিশ আলি (BSP MP Kunwar Danish Ali )-কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী।
শুক্রবার সংসদের নিম্নকক্ষে আঙুল তুলে বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরী বলতে থাকেন, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।' এরপর তিনি সাংসদ আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই 'ঘৃণা ভাষণ'। আরও পড়ুন-যুবকদের রোজগার নিয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের
দেখুন বিজেপি সাংসদের ঘৃণা ভাষণ
বিজেপি সাংসদ রমেশ বিধুরী-র এই ঘৃণা ভাষণ নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় রমেশ বিধুরীর ঘৃণা ভাষমের ভিডিয়ো শেয়ার করে নেটিজেনরা নিন্দা করছেন।
এক নজরে দেখে নেওয়া যাক কে এই রমেশ বিধুরী
১) তিনি দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ। এর আগে তুঘলকাবাদ থেকে তিনবার বিধায়ক ছিলেন। বেশ কম বয়স থেকেই আরএসএস-এর সদস্য।
২) দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে রমেশ বিধুরী টানা তিনবার জিতেছেন। ২০০৯ লোকসভায় বিজেপির বিপর্যয়ের মধ্যেও রমেশ প্রায় ৯৩ হাজার ভোটে হারান কংগ্রেসের রমেশ কুমারকে।
৩) ২০১৯ লোকসভায় দক্ষিণ দিল্লি থেকে বিজেপির রমেশ বিধুরী হারান আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে। রমেশ বিধুরী সাড়ে ৩ লক্ষেরও বেশী ব্যবধানে রাঘব চাড্ডাকে হারিয়েছিলেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলিম্পিক বক্সিংয়ে পদকজয়ী বিজেন্দর সিং ১ লক্ষ ৬৪ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
৪) ২০১৪ লোকসভায় বিজেপির রমেশ বিধুরী ৯৩ হাজার ভোটে হারিয়েছিলেন আপ প্রার্থী দেবিন্দার শেরওয়াতকে। কংগ্রেস প্রার্থী সেবার ১ লক্ষ ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।
৫) রমেশ বিধুরী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক পাশ করেছিলেন। ছাত্র রাজনীতিতে ABVP-র সক্রিয় সদস্য ছিলেন।
৬) ২০০৮ সাল থেকে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক।