WFI: ব্রিজভূষণের সমর্থনে এবার রাজপুত বিকাশ সমিতি

রাজপুত বিকাশ সমিতির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে

Brij Bhushan Singh. (Photo Credits: ANI)

বিষয়টা এতদিন কুস্তিগীর বনাম রেসলিং ফেডারশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজ ভূষণের মধ্যে ছিল। এবার তাতে যোগ দিল রাজপুত সম্প্রদায়। যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছে রাজপুত বিকাশ সমিতি নামের একটি সংগঠন।

এর পাশাপাশি কুস্তিগীরদের এই প্রতিবাদ মঞ্চে খাপ পঞ্চায়েতের যোগ দেওয়ার বিষয়টি মোটেই ভালভাবে নিচ্ছে না এই সম্প্রদায়।তাদের দাবি দেশ সংবিধানের ওপর ভিত্তি করে  চলে, কোন খাপ পঞ্চায়েতের কোন ভিত্তি করে নয়।

যৌন হেনস্থার ঘটনায় ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তরমন্তর থেকে প্রতিবাদ শুরু করেছিলেন দেশের জন্য পদক আনান কুস্তিগীরেরা। তবে বহু চেষ্টা সত্বেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধানকে। যদিও আন্দোলনের মাঝপথেই রেলের চাকরিতে যোগ দিয়েছেন কুস্তিগীরেরা।তবে তাঁরা এও জানিয়েছেন যে আন্দোলন চলবে।

 



@endif