Railway Recruitment 2022: নিয়োগ প্রক্রিয়া শুরু করছে পশ্চিম রেলওয়ে, বিশদ জানতে চোখ রাখুন wr.indianrailways.gov.in-এ

পশ্চিম রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া (Railway Recruitment 2022) শুরু হচ্ছে। TGT, AT পোস্টে নিয়োগের জন্য ইন্টারভিউর আয়োজন করেছে পশ্চিম রেলওয়ে। যোগ্য প্রার্থীরা চলতি মাসের ২২ তারিখে ইন্টারভিউ দিতে আসতে পারেন।

Train (Representative Image)

পশ্চিম রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া (Railway Recruitment 2022) শুরু হচ্ছে। TGT, AT পোস্টে নিয়োগের জন্য ইন্টারভিউর আয়োজন করেছে পশ্চিম রেলওয়ে। যোগ্য প্রার্থীরা চলতি মাসের ২২ তারিখে ইন্টারভিউ দিতে আসতে পারেন। পরীক্ষার্থীরা পশ্চিম রেলওয়ের ওয়েবসাইট wr.indianrailways.gov.in -এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। তাহলেই বিশদ তথ্য পেয়ে যাবেন।  অনলাইনে ৬-৮ এপ্রিলের মধ্যেই আবেদন করা যাবে। সবমিলিয়ে পশ্চিম রেলওয়ে মোট ১১ টি পদে কর্মী নিয়োগ করবে।

শূন্য পদের বিবরণ

বেতন বিবরণ