West Bengal: বিশ্বভারতীকে হেরিটেজ তকমা, খুশি উপাচার্য

হেরিটেজ তকমা পাওয়ার পর বিশ্বভারতীতে খুশির আমেজ

Photo ANI

ইউনেসকোর হেরিটেজের মর্যদা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। এই ঘোষণার পর থেকে কার্যত উৎসবের পরিবেশ তৈরী হয়েছে গিয়েছে শান্তিনিকেতন জুড়ে। এইরকম একটি বিশেষ মূহূর্তে খুশি উপাচার্যও।

তিনি জানান, "এটা আমাদের সবার কাছে একটি উৎসবের দিন।বিশ্বভারতীর সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমরা বিশেষভাবে খুশি। আমাদের সেই মানুষটিকে মনে রাখা উচিত যার জন্য এই সময়টি এসেছে। তিনি আর কেউ নন বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর।এই সময় এবং উৎসব এই দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের সফলতার ফল। এই বিশ্ববিদ্যালয়ের জন্য হেরিটেজ তকমা পাওয়াটা ঐতিহাসিক, কেননা এটা এক মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে পরিচিতির জন্য শিক্ষা দেওয়া হয়।"

রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরী শিক্ষা প্রতিষ্ঠানটি হেরিটেজের তকমা পাওয়ার উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বভারতী প্রাঙ্গন। খুশি ছাত্রছাত্রীরাও।