MHA Letter To West Bengal: করোনা পরীক্ষার হার কম, মৃত্যুর হার বেশি; মুখ্য সচিবকে ফের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
পশ্চিমবঙ্গে করোনা টেস্টের সংখ্যা খুব কম। এছাড়া রাজ্যে মৃত্যুর হারও অন্য রাজ্যের তুলনায় বেশি। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি পাঠিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা (Ajay Bhalla) এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, "পশ্চিমবঙ্গে জনসংখ্যার অনুপাতের তুলনায় পরীক্ষার (Covid-19 testing) হার খুব কম। মৃত্যুর হার ১৩.২ শতাংশ। যা অন্য রাজ্যর তুলনায় বেশি। যাতেই বোঝা যাচ্ছে রাজ্যে দুর্বল নজরদারি রয়েছে, সনাক্তকরণ ঠিক মতো হচ্ছে না এবং জনবহুল ক্লাস্টারে র্যাপিড পরীক্ষাও বাড়ানো দরকার।
নতুন দিল্লি, ৬ মে: পশ্চিমবঙ্গে করোনা টেস্টের সংখ্যা খুব কম। এছাড়া রাজ্যে মৃত্যুর হারও অন্য রাজ্যের তুলনায় বেশি। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি পাঠিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা (Ajay Bhalla) এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, "পশ্চিমবঙ্গে জনসংখ্যার অনুপাতের তুলনায় পরীক্ষার (Covid-19 testing) হার খুব কম। মৃত্যুর হার ১৩.২ শতাংশ। যা অন্য রাজ্যর তুলনায় বেশি। যাতেই বোঝা যাচ্ছে রাজ্যে দুর্বল নজরদারি রয়েছে, সনাক্তকরণ ঠিক মতো হচ্ছে না এবং জনবহুল ক্লাস্টারে র্যাপিড পরীক্ষাও বাড়ানো দরকার।
এছাড়া রাজ্যে লকডাউন নিয়েও প্রশ্ন তুলেছেন অজয় ভাল্লা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর্যবেক্ষণকে বিশ্লেষণ করেই চিঠিতে অভিযোগ তোলা হয় যে কয়েকটি গোষ্ঠী সেখানে লকডাউন অমান্য করছে। এক্ষেত্রে হাওড়া ও কলকাতার নাম উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, করোনাযোদ্ধা ও পুলিশকে আক্রমণের মুখেও পড়তে হচ্ছে। যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: Coronavirus Lockdown: একতরফা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার, অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের
চিঠিতে অজয় ভাল্লা অভিযোগ করেছেন, অনেকে মাস্ক না পড়েই ঘুরছেন। বাজারে উপচে পড়া ভিড়। নদীতে লোকজন স্নান করছেন, ক্রিকেট, ফুটবল খেলছেন। নজরদারি ও আক্রান্তদের চিহ্নিতকরণের অভাবও স্পষ্ট। চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ নজর দেওয়া উচিত।