Opposition Meeting Bengaluru: বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে এলেন মমতা

পটনার পর এবার বেঙ্গালুরু। দেশের বিরোধী দলগুলির দু'দিনের বৈঠক এবার কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। পটনাতে বিরোধীদের প্রথম বৈঠক হয়েছিল নীতীশ কুমারের জেডি(ইউ)-এর ডাকে।

Mamata Banerjee, Abhishek Banerjee (Photo Credit: Instagram)

পটনার পর এবার বেঙ্গালুরু। দেশের বিরোধী দলগুলির দু'দিনের বৈঠক এবার কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে দু দিনের বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে স্বাগত জানাতে উপস্থিত থাকলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। মমতা, অভিষেকের কিছুক্ষণ পরেই বেঙ্গালুরুতে আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। পটনায় বিরোধীদের প্রথম বৈঠক হয়েছিল নীতীশ কুমারের জেডি(ইউ)-এর ডাকে। এবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক কংগ্রেসের ডাকে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে ঐকব্য়দ্ধ লড়াই কোন পথে হবে তা ঠিক করতেই বেঙ্গালুরুতে এই বৈঠক। পটনার বৈঠকে বিরোধী দলের নেতারা একমত হয়েছিল এক হয়ে লড়াইয়ের। এবার বেঙ্গালুরুতে আলোচনা হবে কোন পথ, কোন নীতিতে বিজেপির বিরুদ্ধে ঐকবদ্ধ লড়াই হবে।

বিরোধী নেতারা মনে নিচ্ছেন, অনেক আঞ্চলিক দল একসঙ্গে আসায় জোটের পথ মোটেও মসৃণ নয়। কিন্তু বিজেপি যেভাবে দেশে একনায়কতন্ত্রের জন্য কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে, বিরোধী নেতাদের অর্থ দিয়ে দলে টানছে, রাজ্যপালদের কাজে লাগিয়ে বিরোধী রাজ্য সরকারকে বিরক্ত করছে, বিরোধিতা করলেই দল ভাঙছে তার বিরুদ্ধে এক হয়ে কোমর বেঁধে না নামলে অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে তা নীতীশ, অখিলেশ, মমতা-রা মানছেন। আরও পড়ুন- রাজশেখর মান্থাকে কটুক্তি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা বিকাশ ভট্টাচার্যের

দেখুন ভিডিয়ো

তৃণমূল এখন ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচিতে ব্যস্ত। দলের গুরুত্বপূর্ণ কর্মসূচির মাঝেও বিরোধী জোটের বৈঠকে উপস্থিত থেকে বার্তা পাঠালেন মমতা। মমতার পাশাপাশি বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন এসপি প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতিরা। আম আদমি পার্টির পক্ষ থেকে হাজির থাকছেন অরবিন্দ কেজরিওয়াল। বিহার থেকে আসছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মুম্বই থেকে এসে পড়ছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধভ ঠাকরেও। তবে বিজেপি তাদের চাপে রাখলেও বিরোধী জোটের বৈঠকে নেই কেসিআর-এর বিআরএস, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল।