Weather Update: জারি লাল সতর্কতা, একটানা বৃষ্টিতে ভাসবে বেশ কয়েকটি জেলা
তামিলনাড়ুতে (Tamil Nadu) যখন জোরদার বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় কেরল (Kerala) নিয়েও সতর্কতা জারি করা হয়ছে। এবার কেরলের একাধিক জেলায় লাল সতর্কতা জারি (Weather Update) করা হয়েছে। কেরলের মাল্লাপুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কান্নুড়, কাসারগোডে লাল সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। কেরলের এইকটি জেলায় সোমবার এক নাগাড়ে বৃষ্টি হবে বলে সতর্কতায় জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের পর মঙ্গলবারও কেরলের এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা থাকবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।
আরও পড়ুন: Tamil Nadu Rains: তামিলনাড়ুতে ভয়াবহ পরিস্থিতি, একটানা বৃষ্টিতে ভূমিধস, আটকে পড়লেন ৭ জন
দেখুন কেরলে জারি করা হল লাল সতর্কতা...