Weather Update For Cyclone Alert: একুশ থেকে ঘূর্ণিঝড়ের আতঙ্ক? ডানার পর আসছে ফিঞ্জাল
২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নয়া এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর কিংবা আন্দামান সাগরে নিম্নচাপ এবং তা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে।
দিল্লি, ২১ নভেম্বর: ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রুকুটি। সাগরে ফের তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। শীত পড়ার আগে ফের সতর্ক করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নয়া এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর কিংবা আন্দামান সাগরে নিম্নচাপ এবং তা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই এবার ডানা যেতে না যেতেই ফের নতুন করে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অক্টোবরে ক্যাটাগরি এক বিভাগের ঘূর্ণিঝড় ডানা দাপট দেখায়। ওড়িশার (Odisha) ধামরা বন্দরে ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে আছড়ে পড়ে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ডানা।
ডানা যাওয়ার পর ২১ নভেম্বর আন্দামান সাগরে (Andaman Sea) ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। যা ২৩ নভেম্বরের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) অবস্থান করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার নাম এবার হতে পারে ফিঞ্জাল (Feenjal)। এবার যার নামকরণ করেছে সৌদি আরব।