Weather Update: বছরের প্রথম দিনে ঘন কুয়াশার চাদরে মোড়া দিল্লি, ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের যে কম জনবসতিপূর্ণ এলাকাগুলি রয়েছে, সেখানেও হু হু করে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ফলে গোটা উত্তর ভারত জুড়ে শীতের প্রকোপে কাঁপছে সাধারণ মানুষ।

Delhi, (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১ জানুয়ারি: বছর শুরুর সকালেও ঘন কুয়াশায় ঢেকে গেল দিল্লি (Delhi), রাজস্থান (Rajasthan), উত্তরপ্রদেশ, হরিয়ানা। ১ জানুয়ারির সকালে যেমন কড়া ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত, তেমনি ঘন কুয়াশার চাদরে মোড়া দেশের বিভিন্ন অংশ। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ১ জানুয়ারি কড়া ঠাণ্ডায় কাঁপবে উত্তর ভারত।  বিশেষ করে দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মত রাজ্যগুলি। পাঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন অংশ ঘন কুয়াশার চাদরে মোড়া। দিল্লিতে শীতের প্রকোপে কাঁপছে মানুষ।  সফদরগঞ্জে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার চাদরে মোড়া দিল্লিতে পরপর ট্রেনের গতিতে বিঘ্ন ঘটতে শুরু করেছে।  দিল্লিতে ইতিমধ্যেই ২১টি ট্রেন দেরিতে চলছে।

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের যে কম জনবসতিপূর্ণ এলাকাগুলি রয়েছে, সেখানেও হু হু করে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ফলে গোটা উত্তর ভারত জুড়ে শীতের প্রকোপে কাঁপছে সাধারণ মানুষ।