West Bengal Weather Update: বসন্তের দাবদাহে নাকাল রাজ্য, উত্তরে বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় অশনি আন্দামান নিকোবরে কাঁপুনি আনলেও তার আঁচ পড়ছে না রাজ্যে। শোনা যাচ্ছে, অশনি পোর্টব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। আর রাজ্যে বসন্ত কালেই তাপপ্রবাহে (Heat Wave) অস্থির রাজ্যবাসী।
কলকাতা, ২২ মার্চ: ঘূর্ণিঝড় অশনি আন্দামান নিকোবরে কাঁপুনি আনলেও তার আঁচ পড়ছে না রাজ্যে। শোনা যাচ্ছে, অশনি পোর্টব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। আর রাজ্যে বসন্ত কালেই তাপপ্রবাহে (Heat Wave) অস্থির রাজ্যবাসী। আলিপুরের হাওয়া অফিসের পূর্ভাবাস অনুযায়ী মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তর বঙ্গের পাহাড় সংলগ্ন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে দিন যত যাবে, চাঁদি ফাটা গরম ততই তীব্র হবে। আগামী সপ্তাহ থেকে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১০-১২ দিনে গরম কমার কোনও সম্ভাবনা নেই। বরং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস। গরমের এহেন দাপটে বসন্তেই গ্রীষ্মের আবহাওয়ায় বঙ্গবাসীর নাভিশ্বাস ওঠার জোগাড়। তবে ঘাম নয় আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।