Ghulam Nabi Azad: দিন দশেকের মধ্যেই নতুন দলের ঘোষণা আজাদের
কংগ্রেস ছেড়ে এবার নিজের নতুন দল গড়ছেন গুলাম নবি আজাদ। এদিন বারামুলায় এক জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদ জানালেন, দশ দিনের মধ্যে তিনি তাঁর নতুন দলের নাম ঘোষণা করবেন।
শ্রীনগর, ১১ সেপ্টেম্বর: কংগ্রেস ছেড়ে এবার নিজের নতুন দল গড়ছেন গুলাম নবি আজাদ। এদিন বারামুলায় এক জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদ জানালেন, দশ দিনের মধ্যে তিনি তাঁর নতুন দলের নাম ঘোষণা করবেন। আসন্ন জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে আলাদা দল গড়ে লড়বেন আজাদ। ক দিন আগেই রাহুল গান্ধী-র বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছাড়েন জম্মু-কাশ্মীরের নেতা আজাদ। কংগ্রেস ছেড়ে নিজের রাজ্যে ফিরে ঘুরিয়ে নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছিলেন তিনি। আজাদ হাত ছাড়া হওয়ার পর জম্মু-কাশ্মীরের বেশ কয়েকজন কংগ্রেস নেতাও তার সঙ্গে দল ছাড়েন। নিজের সেইসব অনুগামীদের নিয়েই এবার আলাদা দল গড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি।
সূত্রের খবর, বিজেপি-র সঙ্গে জোট করে ভোটে লড়তে পারেন আজাদ। কংগ্রেসই যে তার প্রধান শত্রু হতে চলেছে, তা তিনি গত ক দিনে বুঝিয়ে দিয়েছেন। আরও পড়ুন-জেলা হিসেবে পথচলা শুরু করেছে মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর, ২১ বছর পর দাড়ি কাটলেন রমাশঙ্কর
দেখুন টুইট
কংগ্রেস ছেড়ে নিজের আলাদা দল গড়ার রেওয়াজটা এর আগেও বহু বড় নেতা দেখিয়েছেন। প্রণব মুখোপাধ্যায় থেকে শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় -রা কংগ্রেস ছেড়ে নিজেদের দল গড়েন। ক মাস আগে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে নিজের দল গড়ে বিজেপি-র সঙ্গে জোট করে ভোট লড়েছিলেন। অমরিন্দর একেবারেই ব্যর্থ হন। এবার দেখা যাক আলাদা দল গড়ে মমতা-র মত মহাসাফল্য নাকি অমরিন্দরের মত ব্যর্থ হন আজাদ।