Yogi Adityanath On Ayodhya Verdict: ৫০০ বছরের প্রাচীন মামলার ৪৫ মিনিটে সমাধান, অযোধ্যার রায়ের জন্য সুপ্রিম কোর্টকে কৃতজ্ঞতা যোগী আদিত্যনাথের

“সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আমরা কৃতজ্ঞ যে ৫০০ বছরের প্রাচীন অযোধ্যার (Ayodhya Verdict) রামজন্মভূমি সংক্রান্ত মামলার ৪৫ মিনিটে সমাধান হয়ে গেল। এই রায় বিচার ব্যবস্থা গণতন্ত্রের জয়কে সূচিত করে।” উত্তরপ্রদেশের বস্তি এলাকার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। এককথায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অযোধ্যার বিতর্কিত জমির মামলা এক লহমায় মিটিয়ে দিল সুপ্রিম কোর্ট।

যোগী আদিত্যনাথ (Photo Credit: ANI)

উত্তরপ্রদেশ, ২১ নভেম্বর: “সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আমরা কৃতজ্ঞ যে ৫০০ বছরের প্রাচীন অযোধ্যার (Ayodhya Verdict) রামজন্মভূমি সংক্রান্ত মামলার ৪৫ মিনিটে সমাধান হয়ে গেল। এই রায় বিচার ব্যবস্থা গণতন্ত্রের জয়কে সূচিত করে।” উত্তরপ্রদেশের বস্তি এলাকার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। এককথায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অযোধ্যার বিতর্কিত জমির মামলা এক লহমায় মিটিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেকারণে দেশের শীর্ষ আদালতের নামগানে আপ্লুত হয়ে উঠলেন যোগী আদিত্যনাথ। অযোধ্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীকে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে যোগী আদিত্যনাথ বলেছেন, কোনওভাবেই যেন এই রায় একজনের ক্ষতি আর অন্যজনের লাভ হিসেবে বিবেচিত না হয়। মানুষকে শান্তি বজায় রাখতে হবে, কোনও গুজবে কান দেবেন না। আরও পড়ুন-Maharashtra Government Formation: ২৩ তারিখেই সরকার গঠনের অনুমতি নিতে রাজ্যপালের কাছে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের প্রতিনিধি দল, সঞ্জয় রাউত

উল্লেখ্য, গত শনিবারই অযোধ্যার বিতর্কিত জমি মামলার চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে কেন্দ্রকে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে বলা হয়েছে। ওই ট্রাস্টের অধীনেই অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রামমন্দির। আর অযোধ্যার অন্যত্র মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া হবে। গত সাত দশক ধরে অযোধ্যার বিতর্কিত জমির মামালার যারা প্রধান প্রতিপক্ষের ভূমিকা পালন করে এসেছে তাই নয়, সুপ্রিম রায়কে সর্বদা মান্যতা দিয়েছে।