Lok Sabha Elections 2019: ওয়ানাড কেন্দ্রের ইতিহাস, প্রার্থীরা, কে এগিয়ে

কেরলের এই লোকসভা আসনটি এখন দেশের নজরে। কারণ ওয়ানাড (Wayanad) থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। আমেথি (Amethi)- র পাশাপাশি ওয়ানাড থেকেও লড়ছেন রাহুল।

দাদার মনোনয়ন পত্র জমার দিন। সঙ্গে বোন প্রিয়াঙ্কা। ( (Photo Credits: ANI)

 কোচি, ৩মে: কেরলের এই লোকসভা আসনটি এখন দেশের নজরে। কারণ ওয়ানাড (Wayanad) থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। আমেথি (Amethi)- র পাশাপাশি ওয়ানাড থেকেও লড়ছেন রাহুল। রাহুলের লড়ার পিছনে আসল কারণ হল- দক্ষিণ ভারতে যত বেশি সম্ভব আসনে জেতা। যদিও যে রাজ্যে বিজেপির প্রভাব খুব কম, সেখান থেকে লড়ে রাহুল কী লাভ পাবেন সেটা নিয়েও উঠছে প্রশ্ন। কেরলের এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বামদল-সিপিআই। গতবার এই আসনে কংগ্রেস একেবারে অল্প ব্যবধানে জিতেছিল। এত ক্লোজ একটা আসনে দাঁড়িয়ে রাহুল ঝুঁকি নিয়েছেন। রাহুলের বিরুদ্ধে এখানে সিপিআইয়ের তারকা প্রার্থী পি.পি সুন্নের।

কেরল থেকে ভোটে লড়ে রাহুল গান্ধীর চমক। (File Photo)

২০১৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা (পাঁচ জন)

এই কেন্দ্রে মোট ২০জন প্রার্থী আছেন। তাঁদের মধ্যে পাঁচজনের নাম দেওয়া হল--

রাহুল গান্ধী (কংগ্রেস)

পি.পি.সুন্নের (সিপিআই)

তুষার ভেল্লাপল্লী (বিজেপি)

বাবু মানি (এসডিপিআই)

পি.কে মহম্মদ (বিএসপি)

উষা কে (সিপিআইএমএল রেড স্টার)

রাহুল গান্ধী কে. (নির্দল প্রার্থী)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

এম.আই শানাভাস (কংগ্রেস)- ৩,৭৭,০৩৫টি ভোট (৪১.২০%)

সাথায়ান মোকেরি (সিপিআই)- ৩,৫৬,১৬৫টি ভোট (৩৮.৯২%)

পি.আর রাসমিলানাথ (বিজেপি)- ৮০,৭৫২টি ভোট

ফলাফল- কংগ্রেস প্রার্থী শানাভাস জয়ী ২০,৮৭০ ভোটে

কে এগিয়ে

রাহুল গান্ধী প্রচারে ঝড় তুলেছেন। তবে তাঁর জয় মোটেই সহজ হবে না।