Wayanad Landslides Death: কেরলে কান্নার রোল, 'লণ্ডভণ্ড' ওয়েনাড়ে মৃত ১৫৯, নিখোঁজ এখনও ৯৮

ওয়েনাড়ের যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, তাদের মধ্যে রয়েছে চুরালপারা, ভেলারিমালা, মুন্ডাকায়িল এবং পথুকালু। এই সব অঞ্চল থেকে একের পর এক যেমন মৃত্যুর খবর আসছে, তার সঙ্গে অন্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Wayanad Devastation.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩১ জুলাই: এক নাগাড়ে বর্ষণের (Rain) জেরে ভয়াবহ পরিস্থিতি কেরলে (Kerala)। দক্ষিণের এই রাজ্যের ওয়েনাড়ে (Wayanad) যে ভয়াবহ ভূমিধ্বস (Landslide)নামে, তার জেরে এখনও পর্যন্ত ১৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে ৯৮ জন নিখোঁজ। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নীচে  আর কত মানুষ রয়েছেন, তাঁরা জীবিত কি ন, সে বিষয়েও জোর কদমে খোঁজ শুরু করেছে সেনা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। ওয়েনাড়ের যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, তাদের মধ্যে রয়েছে চুরালপারা, ভেলারিমালা, মুন্ডাকায়িল এবং পথুকালু। এই সব অঞ্চল থেকে একের পর এক যেমন মৃত্যুর খবর আসছে, তার সঙ্গে অন্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে কোথায়, কত মানুষ আটকে, সে বিষয়ে খোঁজ করতে সেনা, বিপর্যয় মোকাবিলাকারী দলের সঙ্গে পুলিশ এবং স্থানীয়রাও উদ্ধার কাজে হাত দিয়েছেন।

আরও পড়ুন: Kerala Landslide: একটানা বর্ষণ, ভূমিধ্বসে ভেসে গেল কেরলের সেতু, মৃত ৪, ওয়েনাড়ে নামল সেনা

কেরলকে ঈশ্বরের আপন দেশ বলে সম্মোধন করা হয়। সেই কেরলে জলের স্রোতে কোথাও গাড়ি ভেসে যায়, কোথাও গাছ উলটে পড়ে রয়েছে। কোথাও পাহাড় থেকে পাথর নেমে এসে রাস্তা বন্ধ করে দিয়েছে। সবকিছু মিলিয়ে ঈশ্বরের আপন দেশে আপাতত ভয়াবহতার ছবি চারপাশে। সেই সঙ্গে রয়েছে মানুষের কান্না।

দেখুন উপকূলরক্ষী বাহিনী কীভাবে উদ্ধার কাজ শুরু করেছে কেরলের ওয়েনাড়ে...