Wayanad Landslide: ওয়ানাডে 'মৃত্যুপুরী', ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৮০-এর বেশি দেহ, আহত ১১৬
বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। উদ্ধারকার্য চালাতে কার্যত বেগ হতে হচ্ছে কর্মীদের।
নয়াদিল্লিঃ মঙ্গল সকালে ভয়াবহ ভূমিধসের ( Landslide) জেরে কার্যত 'মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে কেরলের (Kerala) ওয়ানাড (Wayanad)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৮০-এর বেশি দেহ। আহত ১১৬ জন। কেরলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। মুন্ডক্কাই, চুরামালা, আট্টমালা এবং নুলপুঝা গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। চোখের নিমেষে ধুয়ে মুছে শেষ গ্রামের পর গ্রাম। আশেপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে আটকে রয়েছে গাড়ি। পাহাড় থেকে রাস্তায় নেমে এসেছে বড়-বড় পাথর। বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। উদ্ধারকার্য চালাতে কার্যত বেগ হতে হচ্ছে কর্মীদের। প্রতিকূলতাকে সঙ্গে করেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। এদিন বেলায় কেরলের মন্ত্রী বীনা জর্জ বলেন, ‘আমরা সবাইকে বাঁচানোর সম্ভাব্য চেষ্টা করছি। আমরা বিভিন্ন হাসপাতালে মৃতদেহের সন্ধান পেয়েছি। এছাড়াও প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। আহতদের যথাযথ চিকিৎসার জন্য সবরকমের ব্যবস্থা করছি।"
দেখুন ভিডিয়ো